দেশ

বিহারে ত্রাণ বিতরণে গিয়ে যান্ত্রিক ত্রুটি, দুর্ঘটনার কবলে সেনার হেলিকপ্টার

Army helicopter crashed due to mechanical failure while distributing relief in Bihar

Truth Of Bengal: ত্রাণ বিতরণে গিয়ে বড় দুর্ঘটনার কবলে সেনার হেলিকপ্টার। পাইলটের দ্রুত সিদ্ধান্তে প্রাণহানি এড়ানো গিয়েছে। জরুরি অবতরণে চার সেনা আধিকারিক নিরাপদে থাকলেও হেলিকপ্টারটি জলে ডুবে যায়। বন্যাদুর্গতরা হেলিকপ্টারটি উদ্ধারে নেমে পড়েন। বিহারের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

বুধবার সকালে বিহারের বন্যাবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলির জন্য বায়ুসেনার একটি হেলিকপ্টার টেক অফ করে। দ্বারভাঙার বায়ুসেনা ঘাঁটি থেকে চার বায়ুসেনা কর্মী যাত্রা শুরু করেন, যার মধ্যে দুজন আধিকারিক ছিলেন। মুজঃফরপুরের নয়া গাঁও এলাকায় পৌঁছানোর পর হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটিতে পড়ে এবং পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তবে হেলিপ্যাডের পরিবর্তে জলের উপরেই হেলিকপ্টারটি নামাতে হয়।

বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রিন্সিপাল সেক্রেটারি প্রত্যয় অমৃত জানান, উড়ানের সময় হেলিকপ্টারের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। পাইলটের সতর্কতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ইঞ্জিন বিকল হওয়ার পর পাইলট জরুরি অবতরণ করান এবং হেলিকপ্টারটি জলের মধ্যেই পড়ে যায়।

দুর্ঘটনার সময় হেলিকপ্টারে চারজন ছিলেন। জমা জলে নামার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন এবং সকলকে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে হেলিকপ্টারটিকে জল থেকে উদ্ধারের চেষ্টা চলে। অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুব দুর্ঘটনার কবলে পড়ে, যা ভারতীয় সেনার তিন শাখা ব্যবহার করে। গত কয়েকদিনে এই হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল এবং ত্রাণ বিতরণের সময় এটি আবার বিপাকে পড়ে।

Related Articles