দেশ

সংসদ হানার বর্ষপূর্তি, শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী-সহ অনেকেই

Parliament Attacked

The Truth of Benga: নারকীয় জঙ্গি হানার ২২ বছর পূর্তি। ২০০১ সালে ১৩ ডিসেম্বর সংসদে হামলা চালিয়েছিল জঙ্গিরা। পাঁচ লস্কর ও জইশ জঙ্গি ঢুকে পড়েছিল সংসদ চত্বরে। নিরাপত্তা বাহিনীড় সঙ্গে গুলির লড়াই শুরু হয়। জঙ্গিদের সবাইকে নিকেশ করা গেলেও শিদ হয়েছিলেন আট জওয়ান। জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন সংসদের এক মালিও। সেই ঘটনার বর্ষপূর্তিতে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

শহিদ জওয়ানদের স্মৃতিতে সংসদে শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন করা হয়। তার আগে প্রধানমন্ত্রী এদিন এক্স হ্যান্ডলে লেখেন, ‘২০০১ সালে সংসদে হামলায় শহিদ সাহসী নিরাপত্তারক্ষীদের প্রতি সহৃদয় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি ও তাঁদের স্মরণ করছি। বিপদের মুখে তাঁদের সাহস ও আত্মত্যাগ দেশের স্মৃতিতে চিরকালীন হয়ে থাকবে।’

সেদিন ঠিক কী ঘটনা ঘটেছিল? ২০১১ সালের ১৩ ডিসেম্বর পাঁচ জঙ্গি জাল ভিআইপি কার্ড এবং লালবাতি গাড়ি নিয়ে সংসদ ভবন চত্বরে প্রবেশ করে। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এবং বিরোধী নেত্রী সনিয়া গান্ধি বেরিয়ে গিয়েছিলেন। Parliament buildingর ভেতরে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবানি-সহ প্রায় ১০০ জন সাংসদ। পাঁচ জঙ্গির সঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রায় একঘণ্টা গুলি লড়াই চলে। শেষ পর্যন্ত প্রতিটি জঙ্গিকে নিকেশ করা হয়। এই ঘটনা ভারতের ইতিহাসে এখনও দগদগে ক্ষত হয়ে আছে।

Related Articles