ভোটে সরকারি চপার অপব্যবহারের অভিযোগ, মোদির বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের
Alleging misuse of government chopper in polls, Trinamool has filed a complaint against Modi in the commission

The Truth Of Bengal: ঘোষণা হয়েছে লোকসভার ভোট।লাগু হয়েছে নির্বাচনী বিধি।তবুও কিকরে নরেন্দ্র মোদি সরকারি চপার ব্যবহার করার সুযোগ পাচ্ছেন।এই বড়সড় প্রশ্ন তুলে কমিশনের দরবারে বার্তা পাঠাল তৃণমূল কংগ্রেস।সাংসদ সাকেত গোখলের স্পষ্ট অভিযোগ,মোদি কেন্দ্রীয় সরকারের চপার ব্যবহার করে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন।রবিবার অন্ধ্রপ্রদেশের পালনাডুর চিলাকালুরিপেটে একটি নির্বাচনী সমাবেশে যোগ দিতে যাওয়ার জন্য বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করেন নরেন্দ্র মোদি, যা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ।
নিয়ম অনুযায়ী, নির্বাচনী বিধি লাগু হয়ে যাওয়ার পর প্রশাসনিক পদে থাকা কোনও ব্যক্তি নির্বাচনী প্রচারে সরকারি গাড়ি,বিমান বা নিরাপত্তারক্ষী ব্যবহার করতে পারেন না। তবুও কিকরে তাঁকে ছাড় দেওয়া হচ্ছে তাই নিয়ে প্রশ্ন তুলছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
Complaint against PM Modi with ECI for violating code of conduct 👇
Filed a complaint with the Election Commission against Modi for using an Indian Air Force helicopter to attend an election rally in AC 96-Chilakaluripet in Palnadu, Andhra Pradesh yesterday
EC rules prohibit… pic.twitter.com/vHp8ooE32Z
— Saket Gokhale (@SaketGokhale) March 18, 2024
তৃণমূল কংগ্রেসের তরফে আরও প্রশ্ন, ১৯৭৫ সালে একই অপরাধের জেরে শাস্তির মুখে পড়তে হয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাহলে নরেন্দ্র মোদি কেন শাস্তি পাবেন না ?বিরোধীদের কটাক্ষ ,উনিশে যেভাবে মোদি কোড অব কনডাক্ট দেখা যায়,একই খেলা কী এবারও দেখা যাবে ?নাকি কথামতো কেন্দ্রীয় নির্বাচন কমিশন স্বচ্ছতা,নিরপেক্ষতা ও আদর্শনিষ্ঠা বজায় রাখবে। চব্বিশের নির্বাচনের আগে এই বিষয়টিই গণতন্ত্রের মঞ্চকে সরগরম করে তুলছে।