ফাইনালে ম্যাচে এয়ার শো, স্টেডিয়ামের বাইরে সমর্থকদের ভিড়
Air show in the final match, crowds of fans outside the stadium

The Truth Of Bengal : ঘরের মাঠে বিশ্বকাপ। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরুর আগে ভারতীয় বায়ুসেনার কসরত। নীচে সবুজ মাঠ। আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছে সারি সারি যুদ্ধবিমান। সবমিলিয়ে ৯টি যুদ্ধবিমান উড়ে যাচ্ছে। এই এয়ার শোয়ের নাম “টুইস্ট অ্যান্ড টকিং টু দ্য স্কাই” । ২০ বছর পর বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া।
এই ফাইনাল ম্যাচের আগেই গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হলো ভারতীয় বায়ুসেনার লাইভ শো। পারফর্ম করেন বায়ুসেনার সূর্যকিরণ অ্যারোবেটিক টিম।ভারতেই হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আবার ফাইনালে ভারত। দুই মিলিয়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা যেন ১০ গুণ বেড়ে গিয়েছে। ম্যাচ শুরুর আগেই ৯টি হক এয়ারক্রাফ্ট নিয়ে বিশেষ প্রদর্শনী করে বায়ুসেনার সূর্যকিরণ টিম।
খেলা শুরুর ১৫ মিনিট আগে এই এয়ার শো- ছিল ফাইনালের অন্যতম সেরা চমক। টিকিট পাবেন না জেনেও বহু মানুষ দূর-দূরান্ত থেকে আসেন। স্টেডিয়ামের বাইরে থেকেই শুধুমাত্র ফাইনালের আমেজটুকু নেওয়ার জন্য। নরেন্দ্র মোদী স্টেডিয়াম কর্তৃপক্ষের তরফেও জানানো হয়েছে, স্টেডিয়ামের বাইরে ১৬টি জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়।
FREE ACCESS