দেশ

দেশের নতুন বায়ু সেনা প্রধানের দায়িত্বে এবার এপি সিং, কে এই অভিজ্ঞ ফাইটার?

air marshal ap singh set to be next indian air force chief

Truth Of Bengal, Barsa Sahoo : আগামী ৩০ সেপ্টেম্বর একটি বিশেষ দিন সমস্ত বায়ু সেনাদের কাছে। কিন্তু কেন? ভারতীয় বায়ু সেনার নতুন প্রধান হচ্ছেন এয়ার মার্শাল এপি সিং। আর আগামী ৩০ সেপ্টেম্বর এই পদের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। বায়ু সেনার বর্তমান ভাইস চিফ পদে রয়েছেন অভিজ্ঞ এই ফাইটার পাইলট। এবার তাঁর নেতৃত্ব পেয়ে ভারতীয় বায়ু সেনা আরও শক্তশালী হবে বলে অনুমান সকলের। তবে আপাতত বায়ু সেনাকে নেতৃত্ব দিচ্ছেন মার্শাল বিবেকরাম চৌধুরী। আগামী ৩০ সেপ্টেম্বর তিনি অবসর গ্রহণ করলে তাঁর পদে বসবেন এপি সিং। তাঁর কর্মজীবনে তিনি নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও নানান প্রজেক্টে নেতৃত্ব দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এপি সিং ১৯৮৪ সালে ফাইটার পাইলট হিসাবে বায়ু সেনায় যোগ দিয়েছিলেন। প্রথমে তিনি ইস্টার্ন এয়ার কমান্ডে সিনিয়র এয়ার স্টাফ অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর সেন্ট্রাল এয়ার কমান্ডের (সিএসি) কমান্ড পদ গ্রহণ করেন তিনি। এখানেই শেষ নয়, ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন এই ছাত্র এপি সিং মিগ-২৭ স্কোয়াড্রনের ফ্লাইট কমান্ডারও ছিলেন এপি সিং। এছাড়াও বায়ু সেনার নানা গুরুত্বপূর্ণ কাজ দায়িত্বের সঙ্গে খুব ভালোভাবে সামলেছেন সিং।

Related Articles