ফের ‘ইডি’ সমন পাঠাল অরবিন্দ কেজরিওয়ালকে, ১৮ই জানুয়ারি হাজিরার নির্দেশ
Again 'ED' sent summon to Arvind Kejriwal

The Truth Of Bengal : শনিবারই ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক। এবার সেই দিনেই আবগারি দুর্নীতি মামলায় ফের অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে আগামী ১৮ই জানুয়ারি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ৩ জানুয়ারি এই মামলাতেই দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছিল। যদিও সেই সমনে সাড়া দেননি কেজরিওয়াল। সেই সময় তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন সমনকে ‘বেআইনি’ দাবি করে।
আপ প্রধানকে তার আগেও সমন দেওয়া হয়েছিল। কিন্তু বারবার তিনি এই সমন এড়িয়ে গিয়েছিলেন। আম আদমি পার্টির তরফে স্পষ্ট জানানো হয়েছিল, শুধুমাত্র তাঁকে গ্রেপ্তার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। আর ঠিক সেই কারণেই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেপ্তার করেছে ইডি।
আরেক মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে তল্লাশি চালানো হয়। ইন্ডিয়া জোটের তৎপরতার মাঝে কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে আপের অন্দরে চোরাস্রোত বইছে। গ্রেপ্তারির আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন দলের নেত্রী অতিশী মারলেনা। আরেক আপ নেতা রাঘব চাড্ডাও বলেছিলেন, কেজরিকে গ্রেপ্তার করার ‘ছক’ করছে বিজেপি। সেই আবহে ফের শনিবার ইডির সমন গিয়ে পৌঁছল কেজরিওয়ালের কাছে। ফলে তাঁকে গ্রেপ্তার করা নিয়ে আপ শিবিরে বাড়ছে আশঙ্কা।
FREE ACCESS