প্রলোভনে পা দিয়ে প্রতারণার শিকার এক মহিলা, খোয়ালেন ১৯ লক্ষ টাকা
A woman, a victim of fraud by stepping into the temptation, lost 19 lakhs of rupees

The Truth Of Bengal: বলা হয়েছিল ওয়ার্ক ফ্রম হোম করেই আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা। কিন্তু তার পিছনেই লুকিয়ে ছিল প্রতারণার ফাঁদ। আর এবার সেই ফাঁদেই পা দিলেন দিল্লির এক মহিলা। সূত্রের খবর অনুযায়ী, দ্বাকায় বসবাসকারী এক মহিলা গত বছরের ১৮ ডিসেম্বর সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মারফত একটি ম্যাসেজ পান। সেখানে তাকে বাড়ি থেকে কাজ করে আয় করার সুযোগ দেওয়া হয়। আর এর পরিবর্তেই বলা হয় একটি টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে।
ওই মহিলা জানিয়েছেন, প্রতারককে তিনি প্রথমদিন ৫ হাজার টাকা দিয়েছিলেন যার পরিবর্ত স্বরূপ তিনি ৫,৬০০ টাকা ফেরত পেয়েছিলেন। এভাবেই দিন দিন টাকার পরিমাণ বাড়তে থাকে। পরবর্তীতে ওই মহিলা টাকা ফেরত দেওয়ার কথা বললে, প্রতারক জানায়, ওই মহিলা সমস্ত কাজ সম্পন্ন করলেই তাহলে টাকা ফেরত পাবেন। ভয় ওই মহিলা ৭ লক্ষ টাকা লোন নেন। এমনকি বন্ধুদের থেকেও প্রায় ৬ লক্ষ টাকা ধার করেন এবং সেই প্রতারককেই টাকাটা প্রদান করেন।
তবে, প্রতারক তার থেকে আরও ১৪ লক্ষ টাকা চাইলে, ওই মহিলা দ্বারস্থ হয় পুলিশ প্রশাসনের এবং এই সংক্রান্ত একটি এফআইআর-ও দায়ের করেন। যদিও অভিযুক্ত ওই প্রতারকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ১২০-বি ধারাও বলবৎ করা হয়েছে। শুরু হয়েছে তদন্তও। সর্বোপরি, প্রশাসনের তরফ থেকে জনগণকে সতর্কও করা হয়েছে, যেন কেউ কোনোরকম ফাঁদে পা না দেন।