দেশ

৭০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে গেল তিন বছরের শিশু

A three-year-old child fell into a 700 feet deep borewell

Truth Of Bengal: খেলতে গিয়ে গভীর কুয়োয় পড়ে গেল বছর তিনের এক শিশু কন্যা। রাজস্থানের কোটপুতলি জেলার ঘটনা। সোমবার ভয়াবহ এই ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধারকাজ খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হয় প্রশাসনিক আধিকারিক় ও পুলিশ।

সূত্রের খবর, ওই বোরওয়েলে কাজ শুরু হওয়ার কথা ছিল একদিন পরই। সেই জন্যই পাইপ বের করে তা রাখা হয় খোলা অবস্থায়। সেই কাজ শুরুর আগেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। পরিবার সূত্রে জানা যায়, সোমবার সেখানেই বছর তিনের শিশু চেতনা খেলছিল। তখনই কোনওমতে অসাবধানতার বশবর্তী হয়ে গর্তের মধ্যে পড়ে যায় সে।

প্রথমে ১৫ ফুট গভীরে আটকে যায় সে। পরবর্তীতে সেখান থেকে নেমে যায় আরও গভীরে। প্রায় ৭০০ ফুট গভীরে গিয়ে আটকে যায় ও শিশুকন্যা। উদ্ধারকাজে প্রথমে ব্যবহার করা হয় বুলডোজার। গর্তের পাশের পাশেই ওই বুলডোজারের সাহায্যে  শুরু হয় মাটি খোঁড়ার কাজ। শিশু শারীরিক অবস্থার উপর নজরদারী চালাতে ভেতরে একটি ক্যামেরার ব্যবস্থা হয়। ওই ক্যামেরার মাধ্যমেই বাইরে মনিটরে নজরদারী চালানো হয়।

এমনকি নিঃশ্বাস নিতে যাতে কোনও সমস্যা না হয় ওই শিশুর, তারজন্য ভেতরে অক্সিজেন সরবরাহ করারও ব্যবস্থা করা হয়। পুলিশ সূত্রে খবর, বাড়ির পাশেই অবস্থিত ওই বোরওয়েলটি। দুর্ঘটনার ঘটনার সময় য়বাড়ির বাকি সদস্যরাও ছিলেন বাড়ির ভেতরই। প্রাথমিকভাবে কেউ কিছু বুঝতে না পারলেও পরে খবর ছড়িয়ে পড়তেই ঘটানাস্থেলে উপস্থিত হয় উদ্ধারকারী দল খবর দেওয়া হয় এনডিআরএফ ও এসডিআরএফ টিম।

Related Articles