স্কুলে ঢুকে পড়ল চিতাবাঘ, তিন দিন স্কুল বন্ধের ঘোষণা
A leopard entered the school, the school was closed for three days

The Truth Of Bengal : তামিলনাড়ুর তিরুপাথুরে একটি বেসরকারি স্কুলে চিতাবাঘ ঢুকে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। চিতা বাঘটির খোঁজে তল্লাশি চালাচ্ছে বনদপ্তর। সংশ্লিষ্ট জেলার ডিএম আগামী তিন দিনের জন্য সেখানকার সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করেছেন। গত শুক্রবার এক সিনিয়র বন অধিকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিরুপাথুর জেলা ডি এম থারপাগরাজ, পুলিশ সুপার অ্যালবার্ট জন এবং বন বিভাগের কর্মীরা নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলে ছুটে যান।
জেলার ডিএম জানান, “একজন অভিভাবক বিকাল ৪টার দিকে তার সন্তানকে নিতে স্কুলে এসে স্কুল ক্যাম্পাসে চিতাবাঘটিকে লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পুলিশ ও বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিশুদের নিরাপদে বাড়ি পৌঁছে দেয়।”
তিনি আরো বলেন, “প্রাথমিকভাবে, জালের সাহায্যে প্রাণীটিকে ধরার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ক্যাম্পাসে একটি ঝোপের নিচে চিতাবাঘটি নজরে পড়ার পরে ওই পরিকল্পনাটি বাদ দেওয়া হয়।” এদিকে, চিতাবাঘের আক্রমণে একজন আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বন কর্মীরা। পরে সাংবাদিক সম্মেলনে জেলার ডিএম বলেন, বন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা চিতাবাঘটিকে ধরার জন্য সমস্ত চেষ্টা করছেন। তারা চিতাবাঘের গতিবিধি পর্যবেক্ষণ করছেন। যখনই এটিকে ধরার চেষ্টা করা হয় তখনই প্রাণীটি তার অবস্থান পরিবর্তন করতে থাকে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা প্রশাসন সমস্ত স্কুলকে তিন দিনের ছুটি ঘোষণা করতে বলেছেন। উল্লেখ করে তিনি বলেন, এই সময়ের মধ্যে স্কুল ক্যাম্পাসে কোনো ধরনের কার্যক্রম চলবে না। প্রাণীটিকে ধরার জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান বনদপ্তরের সিনিয়র অফিসার।