৫৫০টি অমৃত ভারত স্টেশন তৈরি হবে! ব্যয় হবে ৪০ হাজার কোটি টাকা
550 Amrit Bharat stations will be built

The Truth of Bengal: ভারতীয় রেল পরিষেবা উন্নত করতে ঢেলে সাজানো হচ্ছে। অমৃত ভারত প্রকল্পে সেজে উঠছে একের পর এক স্টেশন। বদলে যাচ্ছে লুক। বদলে যাচ্ছে পরিষেবা। উন্নতমানের একের পর এক নয়া রেল স্টেশন তাক লাগাচ্ছে দেশজুড়ে। এবার অমৃত ভারত স্টেশন স্কিমে দেশজুড়ে ৫৫০টি অমৃত ভারত স্টেশন তৈরি হবে। ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ৫৫০ টি অমৃত ভারত স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই স্টেশনগুলিতে থাকবে উন্নত মানের ব্যবস্থা। এই স্টেশনগুলি তৈরি করতে খরচ হবে প্রায় ৪০ হাজার কোটি টাকা। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ১৫০০ ওভারব্রিজ এবং আন্ডারব্রিজও তৈরি করা হবে।
এই ব্রিজগুলি ভারতীয় রেলের বিভিন্ন স্টেশনকে যুক্ত করবে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই রেলস্টেশনগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেদিন দেশজুড়ে প্রায় ৫০ হাজার স্কুলের পড়ুয়াকে বিকশিত ভারতীয় রেল সম্পর্কে বক্তব্য, প্রবন্ধ এবং কবিতা পাঠ নিয়ে পুরষ্কারও দেওয়া হবে। প্রসঙ্গত, অমৃত ভারত ট্রেনেরই প্রথম নামকরণ হয়েছিল বন্দে সাধারণ। বন্দে ভারত এক্সপ্রেস সম্পূর্ণভাবে শীততাপ নিয়ন্ত্রিত, সম্পূর্ণ বিলাসবহুল এবং ভাড়া তুলনামূলক অনেকটাই বেশি, ফলে সকলের পক্ষে এই ট্রেনে চড়া সম্ভব হয় না। তাই সাধারণ যাত্রীর কথা বিবেচনা করে দ্রুত গতির নন-এসি ট্রেন হল বন্দে সাধারণ।
এই ট্রেনটিও অনেকাংশে বন্দে ভারত এক্সপ্রেসের মতো দেখতে। তবে ট্রেনটির রং কমলা। এই ট্রেনটিতে যাত্রীদের জন্য পুশ পুল অপারেশনের ব্যবস্থা-সহ স্লিপার কার, জেনারেল সেকেন্ড ক্লাস কোচও রয়েছে। তবে, সোনপুর এবং সমস্তিপুর বিভাগ সহ অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় নেওয়ার জন্য চিহ্নিত ১২৭৫ টি স্টেশনের তালিকা সংযুক্ত করা হয়েছে। উত্তরপ্রদেশে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ফেব্রুয়ারি, 2023 পর্যন্ত প্রায় ১৪৯টি স্টেশন আপগ্রেডেশন এবং আধুনিকীকরণের জন্য চিহ্নিত করা হয়েছিল। তবে এদিন অর্থ্যাৎ ২৬শে ফেব্রুয়ারি ৫৫০টি অমৃত ভারত স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে যেভাবে রেলপরিষেবা উন্নত করা হচ্ছে তাতে আগামী দিনে যাতায়াত আরও সুগম হবে।