দেশ
Trending

২১ ফেব্রুয়ারি দিল্লি চলোর ডাক কৃষকদের, চড়া সুরে হুংকার আন্দোলনকারীদের

21 February Delhi Chalo Dak Farmers

The Truth Of Bengal : কৃষক- আন্দোলনের ধাক্কায় কেন্দ্র পিছু হঠে। বাধ্য হয় ৩ বিতর্কিত কৃষি আইন বাতিল করতে।সেসময় কেন্দ্র কথা দেয়, কৃষকস্বার্থে চালু করা হবে ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইন। কিন্তু একুশ থেকে দুবছর কেটে গেছে,তবুও কোনও হেলদোল নেই। বাধ্য হয়ে অন্নদাতারা দিল্লি চলোর ডাক দেয়, ডাক দেয় ভারত বনধের। টিয়ার গ্যাস ছুঁড়ে, গায়ের জোরে কৃষক আন্দোলনকে বেলাইন করার কন্ঠরোধের অভিযোগ ওঠে বিজেপি সরকারের বিরুদ্ধে। পঞ্জাব-হরিয়ানা সীমানার শম্ভুতে বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। চাপে পড়ে কেন্দ্রীয় সরকার কৃষক নেতাদের আলোচনায় ডাকে।

কথা দেয়,কেন্দ্র,ডাল,তুলা সহ কিছু শস্য ন্যূনতম সহায়ক মূল্যে কিনে নেবে।কিন্তু কথা দিয়ে কথা না রাখা বিজেপি সরকারকে আর বিশ্বাস করতে নারাজ রাজনীতির উর্ধ্বে থাকা কৃষকরা।তাঁদের আলটিমেটাম,এবার হেস্তনেস্ত করা হবে।অবিলম্বে ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইন বা শস্যবীমা সহ সামাজিক সুরক্ষা আইন পাস না হলে ২১ফেব্রুয়ারি দিল্লিতে উত্তাল আন্দোলন হবে। সুর চড়িয়ে কৃষক নেতা সুরিন্দর সিং পান্ধেরের হুঁশিয়ারি “কোনও মতেই কেন্দ্রীয় সরকারকে ছাড় দেওয়া হবে না।

আলোচনার মাধ্যমে যদি সমাধান না হয় তাহলে   দিল্লি যাবই।   শেল-কাঁদানে গ্যাস ছোড়া হলেও কৃষকরা পিছিয়ে আসবে না।  সেই সঙ্গে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের ক্ষেত্রে সরকার যে প্রস্তাব দিয়েছে তাতে কৃষকদের কোনও লাভ নেই। আসলে আন্দোলন থেকে কৃষকদের নজর ঘুরিয়ে দেওয়ার জন্যই এসব প্রস্তাব দিচ্ছে সরকার।তাই ২১ ফেব্রুয়ারির দিল্লি চলোর ডাক দিচ্ছেন কৃষকরা।

 

FREE ACCESS

Related Articles