স্বাস্থ্য

চোখের নিচ ফুলে যাচ্ছে? অল্প নারকেল তেল নিয়ে কিছুক্ষণ চোখের নিচ মালিশ করলে কতটা লাভ পাবেন জানেন?

You know how much benefit you will get if you massage a little coconut oil under the eyes for a while

Truth of Bengal: চুলের যত্ন থেকে শুরু করে ত্বকের যত্ন, সবকিছুতেই তেলের বিকল্প মেলা ভার। অনেকেই আছেন যারা লম্বা ঘন মজবুত চুল পেতে নারকেল তেল ব্যবহার করেন। তবে আপনি কি জানেন কেবল চুলের যত্ন নয় ত্বকের যত্নের ক্ষেত্রেও নারকেল তেল অপরিহার্য। আমরা অনেকেই মেকআপ করার পর সেই মেকআপ মুখ থেকে তুলতে নারকেল তেল ব্যবহার করি। আবার চোখের তলায় যদি প্রতিদিন সময় করে নারকেল তেল দিয়ে মালিশ করা হয় তাহলেও মিলতে পারে বহু উপকার। জেনে নিন চোখের তলায় নারকেল তেল নিয়মিত মালিশ করলে কি কি উপকার পাবেন।

ফোলা ভাব কম হবে

অনেক সময় হঠাৎ করে আমাদের চোখের নিচের অংশ ফুলে যায় এর কারণ কি জানেন। চোখ ফুলে যাবার কারন হতে পারে সারাদিন ফোন ঘাঁটা ঠিকমতো ঘুম না হওয়া এমনকি অনেক সময় বয়স জনিত কারণেও দেখা যায় এই সমস্যা। চোখের নিচে যদি অল্প করে নারকেল তেল লাগিয়ে তা মালিশ করা যায় তাহলে এই ধরনের সমস্যা অনেকটা দূর হতে পারে আপনার।

বলিরেখা কমে

বয়স কম থাকলেও অনেক সময় বলিরেখা পড়ে যায় ত্বকে। নানা ধরনের প্রসাধনী সামগ্রী ব্যবহার করলেও সেই বলিরেখার হাত থেকে রক্ষা পাওয়া কঠিন। যদি এই বলিরেখার হাত থেকে রক্ষা পেতেই হয় তাহলে ব্যবহার করতে হবে নারকেল তেল। নারকেল তেলের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড যা ত্বককে করবে টানটান এমনকি ত্বকের রুক্ষ ভাব কমিয়ে দেয় এই তেল।

ত্বকের অস্বস্তি দূর করে

অনেক সময় ত্বকের মধ্যে দেখা যায় চুলকানিজনিত সমস্যা। র‍্যাশ বা চুলকানি থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই মুখে মাখুন নারকেল তেল। যা আপনার ত্বককে করবে নরম এবং  মসৃণ।

ত্বকে পুষ্টির জোগান

নারকেল তেল মুখে মাখলে তা কোলাজেন উৎপাদনে সাহায্য করে। আর এই কোলাজেন ত্বককে করে টানটান। তাই নারকেল তেল যত মাখবেন ত্বক ততই রুক্ষ থেকে বাঁচবে এবং আরো হয়ে উঠবে মসৃণ।

Related Articles