
Truth of Bengal: মৌ বসু: গোলাপ ফুলের পাপড়ির নির্যাস থেকে তৈরি গোলাপ জল বহু প্রাচীন সময় থেকে স্কিনকেয়ার রুটিনে ব্যবহার হয়ে আসছে। হাইড্রেটিং ও রিজুভেনেটিং গুণের জন্য গোলাপ জল ত্বকের যাবতীয় সমস্যা দূর করে। ত্বককে পুনর্জীবন দেয়।
ত্বক ও চোখের ক্লান্তিভাব দূর করতে কীভাবে সাহায্য করে গোলাপ জল
১) ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে গোলাপ জল। ত্বক নরম, মসৃণ ও টানটান হয়।
২) মাইল্ড অ্যাসট্রিনজেন্ট গুণ থাকে বলে গোলাপ জল ত্বকের ছিদ্র টানটান করে। মুখ পরিষ্কার করে গোলাপ জল লাগালেই দেখবেন ত্বক কী রকম তরতাজা লাগছে।
৩) অ্যান্টিইনফ্লেমটরি গুণ থাকে বলে ব্রণ, মেচেতা, চুলকানি, লালচে ভাবের মতো ত্বকের সমস্যা দূর করে। এক চামচ গোলাপ জল ও এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ক্ষতিগ্রস্ত জায়গায় লাগান। উপকার মিলবে।
৪) ক্লান্ত, ফুলে যাওয়া চোখে তুলোয় ভিজিয়ে গোলাপ জল লাগালেই আরাম মিলবে। চোখের তলায় রক্ত সঞ্চালন বাড়বে। ডার্ক সার্কেল দূর হয়।
৫) অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ গোলাপ জল ত্বককে ক্ষতিকর ফ্রি র্যাডিকেলসের হাত থেকে রক্ষা করে। ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। নিয়মিত সেরাম বা ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে গোলাপ জল লাগান।
৬) প্রাকৃতিক টোনার গোলাপ জল সব রকমের ত্বকের জন্য উপযোগী। ত্বক পরিষ্কার করার পর গোলাপ জল লাগালে ত্বকের পিএইচ মাত্রা ঠিক থাকে।
৭) অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ থাকে বলে ব্রণর সমস্যা দূর করে গোলাপ জল। দাগছোপ, বলিরেখা, ফাইন লাইনস দূর করে। অকালে বুড়িয়ে যাওয়া আটকায়।
৮) প্রাকৃতিক অ্যাসট্রিনজেন্ট গোলাপ জল তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়। ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যাওয়া আটকায়।