স্বাস্থ্য

লিপ বাম, লিপস্টিক নাকি লিপ গ্লস, কোনটি আপনার ত্বকের সবচেয়ে গুরুত্বপূর্ণ

Lip balm, lipstick or lip gloss, which is most important for your skin

Truth Of Bengal: ঠোঁটের সঠিক মেকআপ বাহ্যিক সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তোলে। তাই ঠোঁটকে সুন্দর করে তুলতে লিপ বাম, লিপস্টিক বা লিপ গ্লস ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু ৩টির কার্যকারিতা একেবারে আলাদা। লিপ বাম ত্বককে ময়েশ্চারাইজ করে। লিপস্টিক ঠোঁটের রঙ জোগায় আর লিপ গ্লস ঠোঁটে শাইন বা চকচকে ভাব জোগায়। ম্যাট ফিনিস লুক হোক কিংবা বোল্ড শাইনিং ও গ্ল্যামারাস লুক, ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি করতে লিপ বাম, লিপস্টিক ও লিপ গ্লসের জুড়ি মেলা ভার। কিন্তু ত্বকের ধরন অনুযায়ী লিপ বাম, লিপ গ্লস বা লিপস্টিক কেনা উচিত।

কী কাজ করে লিপ বামঃ লিপ বাম ঠোঁটকে আর্দ্র রাখতে সাহায্য করে। প্রয়োজনীয় ময়েশ্চারাইজার জোগায়। ঠোঁট যাতে ফুটিফাটা না হয়ে যায় তাই লিপ বাম ঠোঁটে লাগানো হয়। ঠান্ডা লাগলে বা জ্বরে অনেক সময় ঠোঁটে ফুসকুড়ি হয় তখন চুলকানি ও জ্বালা ভাব কমায় লিপ বাম। তবে লিপ বাম দীর্ঘ সময় স্থায়ী হয় না ঠোঁটে। জল বা খাবার খাওয়ার সময় মুছে যায়। লিপ বাম ঠোঁটে লাগালে রঙিন হয় না।

কী কাজ করে লিপস্টিকঃ কসমেটিক প্রোডাক্ট লিপস্টিক বিভিন্ন রকমের ও বিভিন্ন রঙে পাওয়া যায়। ঠোঁটে রঙ করতে ওষ্ঠরঞ্জনি বা লিপস্টিক লাগানো হয়। ঠোঁটকে আকর্ষক করে তুলতে লিপস্টিক লাগানো হয়। ন্যাচারাল থেকে বোল্ড শাইনিং ড্রামাটিক লুক যাই চান তা পেতে লিপস্টিক লাগানো হয়। লিপস্টিক দীর্ঘ সময় স্থায়ী হয় ঠোঁটে। তবে লাগানোর সময় দেখেশুনে লাগাতে হয় না হলে ধ্যাবড়া হয়ে অন্য জায়গায় লেগে যেতে পারে। ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে ময়েশ্চারাইজার ফর্মুলা থাকা লিপস্টিক লাগান।

কেন লাগাবেন লিপ গ্লসঃ ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি করতে ও ঠোঁটকে আকর্ষক করে তুলতে লিপ গ্লস ঠোঁটে লাগানো হয়। লিপ গ্লস ঠোঁটে শাইন জোগায়। লুকে বা চেহারায় বদল আনতে ব্যবহার করুন শাইনিং লিপ গ্লস। অনেক লিপ গ্লস ময়েশ্চারাইজিং হয় তাই তা ঠোঁটকে আর্দ্র রাখতে সাহায্য করে। লিপ গ্লস একটু চ্যাটচেটে হয়।

লিপ বাম, লিপ গ্লস বা লিপস্টিক কেনার সময় কোন বিষয় মাথায় রাখবেন : আগে নিজের ত্বকের ধরন বুঝুন। আপনার শুষ্ক ত্বক হলে ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে ময়েশ্চারাইজিং লিপ বামের পাশাপাশি লিপস্টিক কিনবেন। তৈলাক্ত ত্বকের জন্য ম্যাট ফিনিস লিপস্টিক আর লিপ গ্লস ঠোঁটে লাগান।

রোজ রাতে শোয়ার আগে ঠোঁটে লাগান লিপ বাম। সারা রাত ঠোঁট আর্দ্র থাকবে। বারবার ঠোঁটে লাগান লিপ বাম, লিপ গ্লস বা লিপস্টিক। ঠোঁট নরম ও মসৃণ রাখতে মরা কোষ দূর করুন। কোন সময় কেমন পোশাক পরছেন সেই দেখে লিপ বাম, লিপ গ্লস বা লিপস্টিক লাগান। ন্যাচারাল লুক চাইলে লিপ বাম ও হালকা রঙের ম্যাট ফিনিস লিপস্টিক যথেষ্ট। বোল্ড শাইনিং লুক চাইলে লিপ গ্লস ও বোল্ড শাইনিং লিপস্টিক লাগান।

Related Articles