WhatsApp AI: মেসেজ লিখতে হোয়াটসঅ্যাপের নয়া এআই নির্ভর ফিচার
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা টাইপ করা মেসেজকে আরও উন্নত ও প্রভাবশালী করে তুলতে পারবেন।
Truth of Bengal: ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp এবার নিয়ে এল এক নতুন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার – Writing Help Assistant। WABetaInfo এর রিপোর্ট অনুযায়ী, Google Play Store-এ থাকা WhatsApp Beta for Android-এর 2.25.23.7 ভার্সনে এই ফিচারটি দেখা গেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা টাইপ করা মেসেজকে আরও উন্নত ও প্রভাবশালী করে তুলতে পারবেন। মেটার তৈরি বিশেষ Private Processing আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি এই ফিচার সুরক্ষিত উপায়ে ব্যবহারকারীর অনুরোধ ও মেসেজ প্রসেস করে, যাতে ব্যক্তিগত তথ্য গোপন থাকে (WhatsApp AI)।
আরও পড়ুনঃ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এই প্রকল্পে প্রতি মাসে ৫ হাজার টাকা!
হোয়াটসঅ্যাপ এই Writing Help ফিচারে পাঁচ ধরণের টোন এনেছে। তাহল— Rephrase Tone, Professional Tone, Funny Tone, Supportive Tone এবং Proofread Tone। নতুন এই Writing Help ফিচারটি নিরাপদ উপায়ে একাধিক সাজেশন জেনারেট করে, যেখানে মূল মেসেজ বা রিপ্লাই-এর কোনও ডেটা সংরক্ষণ করা হয় না। প্রাইভেট প্রসেসিং চালু থাকলে, ব্যবহারকারী যখন তিন-চার শব্দ টাইপ করবেন, তখন মেসেজ টাইপিং বক্সে স্টিকার আইকনের জায়গায় একটি পেন আইকন দেখা যাবে। এই আইকনে ট্যাপ করলেই মেটা AI টাইপ করা মেসেজ লিখতে বিভিন্ন পরামর্শ দেবে। পরামর্শ পছন্দ হলে ব্যবহারকারী সেটি পাঠাতে পারবেন, আর না হলে নিজের আসল মেসেজই পাঠানো যাবে (WhatsApp AI)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
এই Writing Help ফিচার সম্পূর্ণভাবে ঐচ্ছিক এবং প্রাইভেট প্রসেসিং ডিফল্টভাবে বন্ধ থাকে। তাই ব্যবহারকারী নিজে থেকে চালু না করলে ফিচারটি আপনাআপনি ভাবে চালু হবে না। আরও গুরুত্বপূর্ণ হল, মেসেজ রিসিভ করা ব্যক্তি কখনও বুঝতে পারবেন না যে পাঠানো মেসেজটি AI দ্বারা লেখা হয়েছে (WhatsApp AI)।






