মিশকাকে কি সূর্য সত্যিই ভালোবাসে? সূর্যর কাছে জানতে চায় দীপা!

স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।মিশকার কাছে সূর্য গেছে। তার শরীরে অবস্থা জানার জন্য সেটা দেখে মিশকার খুবই আনন্দিত হচ্ছে। অন্যদিকে দীপা সুর্যের কাছে জানতে চাইছে সে এখন সেনগুপ্ত পরিবারের তার দুই মেয়েকে নিয়ে কিভাবে থাকবে। কিন্তু দীপা কখনোই সূর্যকে দোষারোপ করছে না।
মিশকা সূর্যকে জানায় তাকে অন্য কোথাও রেখে আসার জন্য মিশকা কখনো ভাবেনি সূর্যকে ভালবাসলে তাকে এইভাবে পাওয়ার জন্য তাকে লড়াই করতে হবে। অন্যদিকে রুপা বাচ্চাটাকে কোলে নিয়ে মিশকাকে বলে সে খুব বাজে। এই বাচ্চাটার জন্য সে এই বাড়িতে থাকতে পারছে।
তখনই দীপা সোজা মিশকের ঘরে গিয়ে দেখে মিশার বাচ্চা আলমারিতে রয়েছে। কিন্তু মিশকার সমানে সোনা ও রুপার নামে দোষ দিয়ে যাচ্ছে সেটা শুনে সোনা রুপা প্রতিবাদ করতে গেলে, তাকে সূর্য বলে বড়দের সাথে এভাবে কথা যেন না বলে তারা। কিন্তু দীপা তখন মিসকলাকে জিজ্ঞাসা করে তার বাচ্চা কিভাবে আলমারিতে গেল।