বিনোদন

গা ছমছমে ভূতের সিরিয়াল আসছে বাংলা টেলিভিশনের পর্দায়! জানুন বিস্তারিত

 

স্টার জলসা এবং জি বাংলার ধারাবাহিকের মধ্যে টিআরপির লড়াই নতুন কিছু নয়। একে অপরকে টেক্কা দিতে এই দুই চ্যানেল একের পর এক নয়া ধারাবাহিক নিয়ে আসছে। এরই মধ্যে জি বাংলার হাতে চলে এলো তুরূপের তাস।

দিল কয়েক আগেই টলিউড ইন্ডাস্ট্রির সূত্রে খবর পাওয়া গিয়েছিল জি বাংলা এবং অর্গানিক স্টুডিওর পক্ষ থেকে আসতে চলেছে নতুন একটি সিরিয়াল। যা মূলত ভৌতিক গল্পের অবলম্বনে তৈরি হতে চলেছে। ইতিমধ্যেই জি বাংলা লালকুঠি সিরিয়াল ভৌতিক গল্প হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

জি বাংলায় আবারও আস্তে চলেছে তাই ভৌতিক গল্প আবার স্টার জলসায় ও একইভাবে আসতে চলেছে। ভূতের গল্প যার নাম তুমি আশে পাশে থাকলে। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে থাকছেন অপরাজিতা অপুর রোহন ভট্টাচার্য এবং বিপরীতে থাকবেন অঙ্কনা রায়। যিনি ওটিটি প্লাটফর্মে বেশ পরিচিত মুখ। এবারে ছোট পর্দায় ডেবিউ পথে চলেছে।

Related Articles