বিনোদন

উস্কো-শুষ্ক চুল, গাল ভরা দাড়ি, দু’হাতে কুঠার! খাদান ছবি থেকে সামনে এলো দেবের লুক

 

ইডির তলবের মাঝেই নতুন সিনেমার শুটিং শুরু করেছেন দেব। ‘খাদান’ নামের এই ছবিতে অভিনেতা হিসেবেই নতুন রূপে দেখা যাবে তাকে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সোশাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করে দেব জানান, ‘খাদান’-এর শুটিং শুরু হয়েছে। একটি ছবিতে কুঠার হাতে রক্তাক্ত দেহের পাশে দাঁড়িয়ে থাকা দেব, অন্যটিতে কীর্তনিয়ার বেশে খোল বাজানো যিশু সেনগুপ্ত।

নতুন বছরের শুরুতে ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। তখনই বোঝা গিয়েছিল, এবার অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিতে অভিনয় করবেন তিনি।

টলিপাড়ার সূত্র বলছে, ‘খাদান’-এ দেব একাই হবেন বাবা ও ছেলে। তাঁর সঙ্গে যিশুর টক্কর দেখা যাবে কি না, তা ভবিষ্যতের গর্ভে।

Related Articles