ড্রীমগার্ল শ্রীদেবীর বাড়িতে রাত কাটাতে পারবেন আপনিও,আড্ডার সুযোগ জাহ্নবীর সঙ্গে
You can also visit Sridevi's palace, a chance to chat with Janhvi

The Truth of Bengal: এবার ড্রীমগার্ল শ্রীদেবীর বাড়িতে রাত কাটাতে পারবেন আপনিও। পকেটে টাকা থাকলেই ঘুরে আসতে পারবেন ড্রীমগার্ল শ্রীদেবীর বাড়ি থেকে। হ্যাঁ, যে বাড়িতে খুশি-জাহ্নবী বড় হয়েছেন, সেই বাড়িতেই থাকার সুযোগ রয়েছে সাধারণ মানুষের জন্য। ভেবে অবাক হচ্ছেন কীভাবে! হ্যাঁ, এবার এটাও সম্ভব। আর তাও আবার নামমাত্র খরচে। জানেন কত টাকা খসাতে হবে এর জন্য? আচ্ছা হঠাত করেই যদি আপনি সুযোগ পান নব্বই দশকের বলি ডিভা শ্রী দেবীর বাড়িতে থাকার, কেমন হয় ভাবুন তো? এবার কিন্তু সেই সুযোগ বাস্তবেই আপনি পেতে পারেন আর সেই সুযোগ করে দিচ্ছেন শ্রী দেবী কন্যা জাহ্নবী।
এক্ষেত্রে জানিয়ে রাখি বছর খানেক আগে একটি হোম ট্যুর করেছিলেন জাহ্নবী কাপুর। চোখ ধাঁধানো প্রাসাদটি রয়েছে চেন্নাইতে। দাক্ষিণাত্যের এই শহরে জাহ্নবীর জন্য একটি বাড়ি কিনেছিলেন শ্রীদেবী। যে বাড়ির আনাচে কানাচে আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শ্রীদেবীর স্মৃতি। আর এবার এই বাড়িতেই থাকতে পারবেন যে কেউ। চাইলে ভাড়াও নিতে পারেন এই প্রাসাদ। খাওয়ার মেনুতে থাকবে শ্রীদেবীর প্রিয় নানা দক্ষিণী খাবার। চাইলে আপনিও নিতে পারেন ভাড়া। এবং অবাক করা বিষয় হল, এর জন্য খুব একটা বেশি টাকা খরচ করতে হবেনা আপনাকে।
এককথায় জলের দরেই থেকে আসতে পারেন খোদ শ্রীদেবীর বাড়িতে। দাঁড়ান দাঁড়ান এখানেই শেষ নয়, কপাল ভালো থাকলে দেখা মিলতে পারে জাহ্নবীরও। মনের সুখে আড্ডা মারার সুযোগও পেয়ে যাবেন শ্রীদেবীকন্যার সঙ্গে। তাও আবার নামমাত্র খরচে। শুনে অবাক হচ্ছেন? ভাবছেন এটা কীভাবে সম্ভব? হ্যাঁ, এই অসম্ভবকেই সম্ভব করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। শৈশবের স্মৃতিমেদুর দিনগুলিকে নিয়েই তৈরি হচ্ছে জাহ্নবীর এই গেস্ট হাউস। যে বাড়ির সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শ্রীদেবীর স্মৃতি। কী ভাবছেন? হাতে সময় আর টাকা থাকলে ঘুরে আসবেন নাকি চেন্নাইয়ের এই প্রাসাদ থেকে?