বিনোদন
Trending

সারেগামার সঞ্চালনার দায়িত্ব এবার অনির্বাণের কাঁধে! কাকে রিপ্লেস করলেন অভিনেতা?

The Truth Of Bengal: অভিনয় এবং পরিচালনার পাশাপাশি একজন সু-গায়কও বটে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, এবার একটি গানের শোয়ের সঞ্চালনা করতে দেখা যাবে। সারেগামা লেজেন্ড নামক একটি শোয়ের সঞ্চালনা করবেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়েছে শোয়ের শ্যুটিং।

সেই শ্যুটিং নিয়ে ভীষণ ব্যস্ত অভিনেতা। এই শো বাংলা সংগীত জগতের খ্যাত নামা শিল্পীরা গান গাইছেন সেই শোয়ের হোস্ট হতে পেরে খুশির পাশাপাশি কিছুটা হলেও নার্ভাস এমনটা জানিয়েছেন খোদ অনির্বাণ। প্রসঙ্গত, প্রথিতযশা শিল্পীদের শ্রদ্ধা জানানো হচ্ছে এই গানের শো-তে।

খুব অন্যরকমের একটা শো । ‘সারেগামাপা’ তো অনেকদিনের জনপ্রিয় শো । পাশাপাশি এবার ‘সারেগামাপা লেজেন্ডস’ আসতে চলেছে টিভির পর্দায়।

 

Related Articles