বিরুষ্কার নিউ ইয়র্ক ডায়েরি! বাবা ও মায়ের হাত ধরে হাঁটছে ছোট্ট ভামিকা
The New York diary of destruction! Little Bhamika is walking holding hands of father and mother

The Truth Of Bengal : বর্তমানে বিরাট ব্যাস্ত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। নিউইয়র্কে রয়েছেন তিনি আপাতত। এবং সেখানেই তাঁর সঙ্গে রয়েছেন ওয়াইফ অনুষ্কা শর্মা এবং ছেলে আকায় ও মেয়ে ভামিকা। তাদের মেয়ে ভামিকার সাথে দম্পতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তাঁরা বারবার সন্তানদের নিয়ে কতটা সতর্ক থাকে তা দেখা গিয়েছে, কিন্তু এই কয়েকদিন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এবং ভিডিওতে, অনুষ্কা এবং বিরাটকে হোটেলের ভিতরে যাওয়ার সময় ভামিকার হাত ধরে থাকতে দেখা যাচ্ছে।
View this post on Instagram
গতসপ্তাহে মুম্বাই বিমানবন্দরে চারজনকে দেখা গিয়েছিল নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিতে। এদিন অনুষ্কাকে ক্যামেরার জন্য পোজ না দিতে দেখা গেলেও বিরাট শাটার বাগজসদের জন্য পোজ দেন। অভিনেত্রীকে দেখা গিয়েছিল সন্তানদের হাত ধরে মুম্বাই বিমানবন্দরে উপস্থিত হতে। ক্রিকেটারকে অত্যন্ত ক্যাজুয়াল লুকে ডেনিমের সঙ্গে একটি সাদা টি-শার্ট পরেছিলেন। অন্যদিকে, অনুষ্কাকে একটি কালো টি-শার্ট এবং নীল ডেনিম পরতে দেখা যায়।
View this post on Instagram
তাছাড়াও বিশ্বকাপে যোগদান করবার আগে দম্পতিকে দেখা গিয়েছিল অনুরাগীদের সঙ্গে মুম্বাইয়ের একটি ক্যাফেতে সময় কাটাতেও। যেখানে বিরাটদের সঙ্গে ছিলেন জাহির খান এবং তাঁর স্ত্রী। তাদের নৈশভোজের দৃশ্যটিকেও সেই সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখা যায়।