বিনোদন

স্বামীর প্রশংসা করতে গিয়ে ভুল উচ্চারণ, ফের ট্রোলের শিকার শুভশ্রী

Subhashree gets trolled again for mispronouncing a word while praising her husband

Truth Of Bengal: শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাংলা ফ্লিম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। তার অভিনয় থেকে ব্যক্তিগত জীবন সবটাই থাকে চর্চায়। ট্রোল যেন তাঁর চিরসঙ্গী। কখনও ওজন নিয়ে তো আবার কখনো দেহের গঠন সহ একাধিক বিষয় নিয়ে ট্রোল হতে হয়েছে অভিনেত্রীকে। ফের একবার ট্রোলের শিকার হলেন রাজ ঘরণী। তবে কি কারণে ট্রোলের শিকার শুভশ্রী জানেন কি? এবার ভুল ইংরেজি উচ্চারণের কারণে একের পর এক ট্রোলের কবলে অভিনেত্রী।

সোমবার ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস পশ্চিমবঙ্গ-২০২৫-এর আয়োজন করা হয়েছিল। সেখানেই স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে  উপস্থিত হয়েছিলেন নায়িকা। ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস পশ্চিমবঙ্গ-২০২৫ পুরস্কৃতও হন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

 

View this post on Instagram

 

A post shared by Filmfare (@filmfare)

নায়িকা মোস্ট স্টাইলিশ স্টারের সম্মানে ভূষিতও হন। ওই অনুষ্ঠানে কথা বলার সময় ভুল ইংরেজি উচ্চারণের জন্য ফের কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। আসলে এই  ফিল্মফেয়ারের রেড কার্পেটে প্রশ্নোত্তর পর্বে মজার কয়েকটি প্রশ্ন করা হয় শুভশ্রীকে। তখন তাঁর সঙ্গে রাজ চক্রবর্তীও ছিলেন।  সেখানে নায়িকাকে প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রিতে তাঁর চোখে মোস্ট স্টাইলিশ পরিচালক কে?

নায়িকাকে প্রশ্নটি ইংরেজিতে করা হয়। প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্বামী রাজের প্রশংসা করা শুরু করেন। আর সেখানেই অভিনেত্রী রাজকে স্টাইলিশ (stylish) না বলে স্টাইলিস (stylis) বলে ফেলেন। আর তাঁর এই ইংরেজি বলার ধরন ও উচ্চারণ নিয়েও নেটমাধ্যমে ফের ট্রোল্ড হন নায়িকা। তবে বরাবরই ট্রোলকে পাত্তা দেন না শুভশ্রী। বরং আরো বেশি মনোযোগী হন নিজেকে নিয়ে। তবে বিতর্ক ট্রোল যতই থাক অভিনেত্রীর প্রশংসাও করেছেন তাঁর অনুরাগীরা।

Related Articles