বিনোদন

নবান্নে ডাক পেলেন ঋতাভরী, হঠাৎ কেন আমন্ত্রণ অভিনেত্রীকে?

Ritabhari got a call in Nabanna, why suddenly invited the actress

Truth Of Bengal : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে নবান্নে এবার ঋতাভরী। কিন্তু কেন? ঋতাভরী চক্রবর্তী সঙ্গে আলোচনায় বসছেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর কান্ডের মাঝেই প্রকাশ্যে আসছে টলিপাড়ায় একের পর এক নির্যাতনের অভিযোগ। অভিযোগের তালিকায় রয়েছেন অরিন্দম শীল এবং জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেত্রী ঋতাভরী জানিয়েছিলেন, তিনিও নাকি অতীতে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। তাই টলিউডে যৌন হেনস্থা রুখতে মুখ্যমন্ত্রীকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী।

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের নারী সুরক্ষার জন্য হেমা কমিশনের আদলে একটি বিশেষ কমিটি তৈরীর বিষয়ে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই কি অভিনেত্রীর নবান্নে যাওয়া? বিশিষ্ট মহলের অনুমান, মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠক করে টলিপাড়ায় মহিলা শিল্পীদের বর্তমান পরিস্থিতি এবং সুরক্ষাসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করবেন তাঁরা। সূত্রের খবর, অতীতে অভিনেত্রীর সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে যুক্ত রয়েছেন প্রথম সারির দুই প্রযোজক। তাদের বিরুদ্ধেও নাকি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে পারেন অভিনেত্রী।

এরপর অভিনেত্রী মালায়ালম ইন্ডাস্ট্রিতে একের পর এক ঘটে চলার নারী নিগ্রহের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তাতে তিনি লেখেন, ‘‘মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে এনেছে হেমা কমিশনের রিপোর্ট। আমি ভাবছি, বাংলা চলচ্চিত্র জগতে কেন এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে না? প্রায় এই একই ধরনের ঘটনা আমার সঙ্গে ঘটেছে। জানি আরও কয়েক জন টলিপাড়ার অভিনেত্রীর সঙ্গেও ঘটেছে।’’

ওই পোস্টের ক্যাপশনে মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘‘দিদি, আমাদের ইন্ডাস্ট্রিতেও তদন্তের প্রয়োজন রয়েছে, এখনই। এটাকে গুরুত্ব দেওয়ার আগে আরও একটি ধর্ষণ বা যৌন হেনস্থার ঘটনা ঘটে যাক আমরা চাই না। রুপোলি দুনিয়ায় রয়েছি বলে, পুরুষেরা আমাদের পণ্য বা তাদের যৌনতৃষ্ণা মেটানোর মাধ্যম হিসাবে দেখবে, এটা হতে পারে না।’’

Related Articles