বিনোদন

দ্বিতীয় বিয়ে করবেন শামি? জল্পনা বাড়ছে বাঙালি অভিনেত্রীর মন্তব্যে

Payel Ghosh offer to Mohommad Shami for Marriage

The Truth of Bengal: বিশ্বকাপ ২০২৩-এ বিধ্বংসী বোলিংয়ের জন্য সকলের মুখে এখন মহম্মদ শামির নাম। বিপক্ষ দলের ব্যাটারদের ঘুম ছুটিয়েছেন যেমন, তেমনই এক বাঙালি তথা বলিউড অভিনেত্রীর সয়নে স্বপনে এখন শুধু তিনিই। অভিনেত্রী পায়েল ঘোষ ২ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের পর টুইট করে জানিয়ে দেন, বিয়ে করলে শুধু তাঁকেই করবেন। তবে রয়েছে একটা শর্ত!

কি সেই শর্ত? নিজের এক্স হ্যান্ডেলে ম্যাচের পরেই ট্যুইট করে লেখেন, ‘শামি, তুমি তোমার ইংরেজির উন্নতি কর, আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।’ এরপর ৭ নভেম্বর ফের পায়ে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সামি সেমিফাইনালে নিজের সেরাটা দিতে তুমি কীরকম মানসিক সাহায্য চাও? আমাদের আগে এটাকে ফাইনালে নিয়ে যেতে হবে এবং আমি তোমাকে সেখানে হিরো হিসেবে দেখতে চাই।’

প্রসঙ্গত, কিছুদিন আগে বিবাদ বিচ্ছেদ হয়েছে মহম্মদ শামি। মডেল হাসিন জাহানের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা বিবাদ বিচ্ছেদের মামলা শেষ হয়েছে। তিনি কন্যার ভরণপোষণের খরচ দেন। এরই মধ্যে তাঁকে বিয়ের প্রস্তাব দিলেন বলিউড অভিনেত্রী পায়েল ঘোষ। তবে এটার জন্য তিনি একটা শর্ত দিয়েছেন।

Free Access

Related Articles