
The Truth of Bengal: বলিউডে মুক্তি পেয়েছে যশ দাশগুপ্তর প্রথম সিনেমা ‘ইয়ারিয়া ২’। বক্স অফিসে সেই ছবি সাফল্য না পেলেও, আনন্দ উদযাপনে কোনও খামতি নেই। পুজো মিটতে না মিটতেই নুসরতকে নিয়ে পাড়ি দিলেন মলদ্বীপে।নুসরত ও যশ তাঁদের ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করেছেন।
যেখানে দেখা গিয়েছে মালদ্বীপের ওয়াটার ভিলাতে ছুটি কাটাচ্ছেন দুজনে। সারা বছর কাজের ব্যস্ততা থাকে। অভিনয়ের পাশাপাশি নুসরতকে সাংসদ হিসেবেও নানা দায়িত্ব পালন করতে হয়।‘ইয়ারিয়া ২’ ছবিতে দিব্যা খোসলা কুমারের বিপরীতে অভিনয় করেছেন বাংলার অভিনেতা।
ফলে পুজোর আগে তাঁর প্রচারের ব্যস্ততা ছিল। তবে পুজো মানে সমস্ত ব্যস্ততা ভুলে যাওয়া। চুটিয়ে আড্ডা, খাওয়া-দাওয়া আর ঠাকুর দেখা। আর এবার সুযোগ পেয়ে দুজনে মিলে ঘুরতেও গেলেন।
Free Access