বিনোদন
Trending

অনন্ত-রাধিকার ‘মোসালু’ অনুষ্ঠানে মায়ের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন নীতা আম্বানি

Nita Ambani caught a frame with her mother at Anant-Radhika's 'Mosalu' event

The Truth Of Bengal: বুধবার ছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের মোমেরু অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বুধবারে অনন্ত আম্বানির মুম্বাইয়ের বাড়ি অ্যানটিলিয়ার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আর এই অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অনন্ত আম্বানির মা অর্থাৎ নীতা আম্বানি কে তাঁর মা পূর্ণিমার দালাল এর সঙ্গে মিলে কিছু আচার অনুষ্ঠান পালন করছে।

তারা দুজন ছাড়া এই অনুষ্ঠানে দেখা মিলেছে মুকেশ আম্বানি, ইশা আম্বানি ও পুত্রবধূ শ্লোকা  মেহতারকে। ভিডিওতে দেখা যাচ্ছে নীতা আম্বানি কে তার মায়ের কপালে তিলক লাগাতে। পাশাপাশি তিনি তার মায়ের কাছ থেকে আশীর্বাদ ও নিচ্ছেন ও মিষ্টিমুখ করেছেন। তাছাড়াও সেই ভিডিওতে রয়েছে মুকেশ আম্বানি, ইশা আম্বানি, তাদের ছেলেমেয়েরা নিয়ে দিদিমার কোলে। এমনকি সেই ভিডিওতে দেখা যাচ্ছে হাসিমুখে সামনে দাঁড়িয়ে রয়েছে নাত বউ রাধিকা। ছবিতে সকলের মুখে  খুশির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। মামিরু কোথাও কোথাও মোসালু নামে পরিচিত।

এটি প্রধানত গুজরাটি একটি সংস্কৃতি। এই অনুষ্ঠানে, বরের মায়ের পরিবার, এই ক্ষেত্রে, নীতা আম্বানির পরিবারের সদস্যরা, তার মায়ের নেতৃত্বে এটি পালন করেন এদিন। নীতার মা পূর্ণিমা দালাল এবং তার বোন শ্রীমতি মমতা দালাল, উপহার এবং শুভেচ্ছা সহ দম্পতিকে আশীর্বাদ করতে তাঁদের বাসভবনে যান৷ বরের মামারা এবং পরিবার বর ও কনেকে উপহারে একটি ঐতিহ্যবাহী সেট উপহার দেয় যা ‘মামেরু’ নামে পরিচিত।  অনন্ত রাধিকার এই অনুষ্ঠানে বলিউডে তারকারও উপস্থিত ছিল। উল্লেখ্য অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১৩ই জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। এই অনুষ্ঠানটি তিন দিন ধরে চলবে।

Related Articles