
The Truth of Bengal: গত বছর বলিউডে হাতেখড়ি হয় তাঁর। শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’-এ প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। তিনি দক্ষিণি অভিনেত্রী নয়নতারা। কিন্তু , চলতি বছর নিজের সাংসারিক জীবন নিয়ে অস্বস্তি রয়েছেন তিনি। এমনকি এই বছর প্রেম দিবসের পর থেকে দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন নয়নতারা।
ইনস্টাগ্রামে স্বামীকে ‘আনফলো’ করেছেন তিনি। এই নিয়ে নয়নতারার পর পর পোস্টে সম্পর্ক ভাঙনের ইঙ্গিত মিলছে। তবে, বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে নয়নতারা লিখলেন, ‘‘উমমম! আমি হারিয়ে গিয়েছি।’’ আর এতেই নয়নতারার অনুরাগীরা চিন্তিত। কারণ এতদিন ধরে যে জল্পনা চলছিল সেই জল্পনাকে কী সত্যির রূপ দিতে চলেছে জওয়ান গার্ল নয়নতারা।