বিনোদন

একটি খুনের সাত সন্দেহভাজন, সমাধানে এসিপি পঙ্কজ

Murder mubarak review

The Truth of Bengal: গত সপ্তাহে ওটিটিতে মুক্তি পেয়েছে ‘মার্ডার মুবারক’। কৌতূকের রসে-বশে রহস্য-রোমাঞ্চের মোড়কে হোমি আদাজানিয়ার নতুন সিনেমা কেমন হল ? সেটাই এখন জেনে নিই। রহস্য, রোমাঞ্চ, প্রেম-রোম্যান্স, একাকীত্ব, কৌতূকরস সব উপকরণই মজুত ‘মার্ডার মুবারক’-এ। জটিল ধাঁধায় মোড়া প্লট। গল্পে একাধিক লেয়ার। আর সেই সমস্ত প্লটকে একসুঁতোয় বাঁধার চেষ্টা করেছেন বলিউড পরিচালক হোমি আদাজানিয়া। চিত্রনাট্য অনুযায়ী রয়্যাল দিল্লি ক্লাবে একটি খুনের সাতজন সাসপেক্ট। ফলে এই কেসে খুনি খুঁজে বের করা সত্যিই কঠিন। সেই কাজটি অভিনব কায়দায় করেছেন এসিপি ভবানী সিং। তাঁর মধ্যবিত্ত সন্দিহান মনই তাঁকে সমাজের ‘তথাকথিত’ এলিট ক্লাসের মুখোশ খোলার গোয়েন্দাগিরিতে সাহায্য করে।

কিন্তু শেষমেশ তাঁর খুনির নাম প্রকাশ্যে আনার ধরণও অভিনব। ‘কান টানলে মাথা আসে’ থিওরি প্রয়োগ করেই তিনি এই জটিল রহস্যের সমাধান করেন। সিনেমার গল্পের মত ছবির চরিত্ররাও বেশ ইন্টারেস্টিং। ফলে ‘মার্ডার মুবারক’-এর কাস্টিংও দারুণ। পঙ্কজ ত্রিপাঠী, করিশ্মা কাপুর, বিজয় বর্মা, ডিম্পল কাপাডিয়া, সারা আলি খান, টিসকা চোপড়ার মতো দক্ষ অভিনেতারা রয়েছেন। তবে নজর কাড়ল সারার অভিনয়। তাঁর ফিল্মি কেরিয়ারের বয়স স্বল্প হলেও চরিত্রের ভিন্ন শেডস বেশ দক্ষতার সঙ্গেই ফুটিয়ে তুলেছেন তিনি।

যদিও ভবানী সিংয়ের ভূমিকায় পঙ্কজ ত্রিপাঠী সকলকে ছাপিয়ে গেছেন। হতাশ হতে হয় করিশ্মা কাপুরের চরিত্রটি দেখে। ফিল্মি দুনিয়ার শিরোনামে থাকা চরিত্রটিকে আরও দক্ষতার সঙ্গে দেখানো যেত। কিন্তু বহুদিন সিনেমা থেকে দূরে থাকায় করিশ্মার অভিনয়ে যে মরচে ধরেছে তা বেশ স্পষ্ট। স্বল্প সময়ের চরিত্রে ভালই লেগেছে সঞ্জয় কাপুরকে, বিশেষ করে ছবির ক্ল্যাইম্যাক্সে নজর কেড়েছেন তিনি। চিত্রনাট্য টানটান না থাকায় গল্পের বাঁধন একটু আলগা মনে হয়েছে। ছবির প্রথমার্ধে চিত্রনাট্যের বাঁধন বেশ আলগা হলেও পুষিয়ে দেয় ছবির দ্বিতীয়ার্ধো। রহস্যের জালে দ্বিতীয়ার্ধ বেশ জমজমাট। সবশেষে, ক্লাইম্যাক্স দৃশ্য টুইস্টের জন্য দেখতে মন্দ লাগে না। তাই, ঘরে বসে একবার দেখা যেতেই পারে রহস্য-রোমাঞ্চে ভরপুর মার্ডার মুবারক।

Related Articles