বিনোদন

গোয়েন্দা ছবিতে মিথিলা ?

Mithila in detective film?

The Truth Of Bengal : টলিউডের প্রথম ছবিতেই তাঁর অভিনয় নজর কেড়েছে। তিনি ওপার বাংলার জনপ্রিয় নায়িকা মিথিলা। ও অভাগী ছবিতে অভাগীর চরিত্রে মিথিলার অভিনয় মন কেড়েছে এপার বাংলার দর্শকের। তাই, ও অভাগীর পর এবার টলিউডেও জাঁকিয়ে বসতে চলেছেন তিনি। তাই, এবার একটি গোয়েন্দা ছবিতেও দেখা যাবে তাঁকে । দুলাল দে পরিচালিত অরণ্যের প্রাচীন প্রবাদ ছবিতে নার্সের ভূমিকায় আসতে চলেছেন সৃজিত ঘরনি। এই গোয়েন্দা ছবিতে মিথিলার সঙ্গে রয়েছেন জিতু কমল ও শিলাজিত মজুমদার। ইতিমধ্যেই ছবির ডাবিংয়ের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন মিথিলা। চলতি বছরই মুক্তি পাবে অরণ্যের প্রাচীন প্রবাদ। ফলে, এখন থেকেই নিজের প্রথম গোয়েন্দা ছবি নিয়ে ভীষণ এক্সাইটেড মিথিলা।

Related Articles