গান স্যালুট দিয়ে শেষশ্রদ্ধা, রশিদ খানকে শেষশ্রদ্ধা অনুরাগীদের
Last respect with song salute, last respect to Rashid Khan fans

The Truth Of Bengal : শেষবারের মতো প্রয়াত সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ খানকে শ্রদ্ধা জানালো কলকাতা। সকাল সাড়ে ৯টা নাগাদ নাকতলার বাড়ি থেকে শিল্পীর দেহ আনা হয় রবীন্দ্রসদনে। সেখানে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী সহ আরও কয়েকজন মন্ত্রী। শিল্পীকে শেষশ্রদ্ধা জানাতে আসেন অসংখ্য অনুরাগীও। ভিড় উপচে পড়ে রবীন্দ সদন চত্বরে। উপস্থিত ছিলেন শিল্পীর পরিবারের সবাই ও নিকটাত্মীয়রা। বেলা ১টা নাগাদ প্রয়াত শিল্পীকে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।
এতদিন যারা শিল্পীকে খুব কাছ থেকে দেখেছেন বা তাঁর সঙ্গে অনুষ্ঠান করেছেন সেই শিল্পীরাও প্রয়াত শিল্পীকে শেষশ্রদ্ধা জানাতে আসেন। উপস্থিত ছিলেন হৈমন্তী শুক্ল, ঊষা উত্থুপ, তেজেন্দ্রনারায়ণ মজুমদার, দেবজ্যোতি বসু, সমর সাহা প্রমুখ। কান্নাভেজা গলায় সবাই শেষশ্রদ্ধা শিল্পীকে। বিমানে নিয়ে গিয়ে জন্মস্থান উত্তরপ্রদেশের বদায়ূঁতে দাফন করা হবে শিল্পীর দেহ। গত কয়েক বছর ধরে শিল্পী প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। গত ২২ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কয়েকদিন আগে তাঁর মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছিল। তারপর থেকে অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে মঙ্গলবার বিকেল ৩টে ৪৫মিনিটে তিনি প্রয়াত হন। রেখে গেলেন স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রকে।
রশিদ খানের বদায়ূঁর বাড়িতে বরাবরই শাস্ত্রীয় সঙ্গীতের পরিবেশ। ছোটবেলা থেকেই রেওয়াজ করতে হতো রশিদকে। ভাল লাগতো না। গান-বাজনা ছেড়ে দিতে ইচ্ছে করত। গলা ভাল, গান করো- এমন পরামর্শে কাজ না হলে জুটতো দাদু নিসার হুসেন খাঁ-সাহিব-এর চড়-থাপ্পড়। সেই দাদুর সঙ্গে ১০ বছর বয়সে কলকাতায় চলে আসা। উস্তাদ রশিদ খানের হাত ধরে উত্তরপ্রদেশের বদায়ূঁর সঙ্গে সম্পর্ক স্থাপন কলকাতার। ৪৫ বছরের সেই সম্পর্ক ছিন্ন হয়ে যায় মঙ্গলবার। সুরের মায়ালোকে পাড়ি দেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম সম্রাট উস্তাদ রশিদ খান। পারিবারিক দিক থেকে সঙ্গীত সাধনা তাঁর রক্তে থাকলেও তাঁর শিল্পী হয়ে ওঠার পেছনে অনেক কাহিনি আছে। পণ্ডিত ভীমসেন যোশীর বড় ভক্ত ছিলেন রশিদ। একদিন কলকাতার ডোভার লেন মিউজিক কনফারেন্সে তাঁর গান শুনতে মঞ্চের পাশে বসে পড়েছিলেন। এক উদ্যোক্তা তাঁকে সেখান থেকে সরিয়ে দেন। সেদিনই সংকল্প করেন, একদিন এখানেই তিনি গাইবেন। তাঁকে নিয়ে আসতে হবে উদ্যোক্তাদের। জেদ পূরণ করেন রশিদ খান। বহু বছর ডোভার লেন মিউজিক কনফারেন্সে তিনিই ছিলেন মধ্যমণি। এবার আর সেখানে গাইতে দেখা যাবে না রশিদ খানকে। সপ্তসুরের অনন্তলোকে পাড়ি দিলেন তিনি।
FREE ACCESS