
Truth Of Bengal : আচমকাই হাসপাতালে বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী। শনিবার সকালে হাসপাতালে ভর্তি করানো হয় কিয়ারাকে। তবে ঠিক কী কারণে অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, কিয়ারা হাসপাতালে ভর্তি থাকার কারণে বাতিল হয়েছে তাঁর নতুন সিনেমা গেম চেঞ্জার-এর সব প্রচার অনুষ্ঠান। অভিনেত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বিঘ্ন তার অনুরাগীরা। কিয়ারার দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে।
উল্লেখ্য, ১০ জানুয়ারির বড় পর্দায় মুক্তি পেতে চলছে কিয়ারা ও রামচরণের ছবি ‘গেম চেঞ্জার’। ‘গেম চেঞ্জার’ ছবির পরিচালনা করেছেন শঙ্কর। রাজনৈতিক প্রেক্ষাপটেই তৈরি করা হয়েছে এই ছবি। ছবিতে রামচরণকে এক আইপিএস আধিকারিকের চরিত্রে দেখা যাবে। তবে শোনা যাচ্ছে, বাবা ও ছেলের দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিয়ারাও এক পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করছেন। রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে তাঁরা লড়বে। আর এই ছবির প্রচারেই একটি অনুষ্ঠানে শনিবার যোগ দেওয়ার কথা ছিল কিয়ারার। কিন্তু তা আর হল না। তার আগেই হাসপাতালে ছুটতে হল অভিনেত্রীকে।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় ঘুরছে কিয়ারার অন্তঃসত্বা হওয়ার খবর। বর্ষবরণের সময় স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করেছিলেন কিয়ারা। সেই ছবি দেখেই রটেছিল কিয়ারা নাকি অন্তঃসত্ত্বা। এমনকী, সেই ছবিতে অনুষ্কা শর্মার মতো পলকা ডটের পোশাক পরায় ট্রোলও হয়েছিলেন তিনি। আর এবার কিয়ারা হাসপাতালে ভর্তি হওয়ায় তার অন্তঃসত্বা হওয়ার জল্পনা আরও বেশি খানিকটা বাড়ল বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ। তবে কি কারণে কিয়ারা হাসপাতালে ভর্তি, এখন কেমন আছেন তা জানার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।