কলেজ শেষে ‘ছম্মক ছাল্লো’ গানে মঞ্চ মাতালেন খেয়ালী অর্থাৎ টেলিপর্দার ‘মিলি’
Khayali i.e. 'Milli' of telescreen hit the stage with the song 'Chammak Challo' at the end of college

The Truth of Bengal: ‘ছম্মক ছাল্লো’ গানে মঞ্চ মাতালেন খেয়ালী মণ্ডল তথা টেলিপর্দার ‘মিলি’। নিজের নাচের সে ভিডিয়ো তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন অভিনেত্রী। ওই দিন অভিনেত্রী পায়ে হাই হিল ও পরনে শাড়ি পরে নজর কাড়লেন।
অভিনেত্রীর পোস্ট থেকে বোঝায় যাচ্ছে, এটা তাঁর কলেজের ‘ফেয়ারওয়েল সেরিমানি’। খেয়ালী তাঁর পোস্টে লিখেছেন, ‘কারণ বিদায়বেলার নেশা ছিল এটা, আপনি কি এনার্জি অনুভব করেছেন?’ নাচের ভিডিয়োর উপরে লেখা রয়েছে শেষ পর্যন্ত অপেক্ষা করুন…
তাঁর ভিডিয়োর কমেন্টে তাঁর অনুরাগীরা নানা রকম কমেন্ট করেছেন, যেমন- কেউ লিখেছেন ‘এটা তো টেকনো, তুমি টেকনোতে পড়তে নাকি?’, অন্য একজন লিখেছেন ‘আপনি শুধু নাচের জন্যই জন্মেছেন’, আর এক জন লিখেছেন, ‘আমি ক্রাশ খেয়ে গেছি তোমায় দেখে, মেয়ে হয়েও আমি ক্রাশ খাই তোমার ট্যালেন্টে’, কেউ বলেছেন, ‘আপনি সত্যিই অসাধারণ’।
উল্লেখ্য, অভিনেত্রী খেয়ালী মণ্ডল সদ্যই টেকনো ইন্ডিয়া গ্রুপের কলেজ থেক তাঁর গ্র্যাজুয়েশন শেষ করেছেন। গত মাসে তাঁরই পোস্ট করা ভিডিয়োতে দেখা গিয়েছে, কলেজের শেষদিনে খেয়ালী ও তাঁর সহপাঠীরা একে অপরের ইউফর্মে সই করছেন।
অভিনেত্রীর নৃত্য বরবরই সুন্দর, তিনি ২০২২ সালে নাচের এক রিয়েটিলি শোর অনুষ্ঠান থেকেই অভিনয় জগতে এসেছেন। সেখানে তিনি দেব-রুক্মিণী ও মনামীদের সম্মুখে পারফর্ম করেছিলেন। বর্তমানে ‘মিলি’ ধারাবাহিকের পর এখন অভিনয় থেকে তিনি বিরত রয়েছেন। তবে এদিকে জি বংলার সদ্য হিন্দি ডাব সিরিয়াল ‘বিধিলিপি’র জন্য তিনি ডাব করেছেন। সম্প্রতি তিনি তাঁর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গ্র্যাজুয়েশনের পর এখন তিনি নাচ ও জিমন্যাস্টিকসেই মন দিচ্ছেন, কিন্তু তার সাথে তিনি আবারও অভিনয় শুরু করার কথা ভাবছেন।