প্রেমিকার সঙ্গে গোপনে ডিনার ডেটে ঈশান! ধরা পড়লেন পাপারাজ্জিদের ক্যামেরায়
Ishan on a secret dinner date with his girlfriend! Caught on paparazzi's camera

The Truth Of Bengal : দুজনের প্রেম নিয়ে বি-টাউনে চর্চা বহুদিনের। তবে কখনওই জনপ্রিয় মডেল চাঁদনী বেনজ’র সঙ্গে দুজনের রিলেশনশিপ নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেতা এবং চাঁদনী নিজেও। তবে গসিপের শিরনামে বারবার আসছে তাঁদেরই নাম। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় তরুণ অভিনেতা ড্যাসিং হট ঈশানকে তাঁর রুমার জিএফ চাঁদনীর এর সঙ্গে দেখা যায় সময় কাটাতে। যার ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দুজনকে একসঙ্গে রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায়। প্রথমে চাঁদনী ক্যামেরা থেকে কিছুটা দূরত্ব বজায় রাখলেও অভিনেতাকে বরাবরের মতোই সুপার কিউট ভঙ্গিতে দেখা গেল ক্যামেরার সামনে নিজেকে পোজ দিতে এবং শাটারবাগদের সঙ্গে কথা বলতে।
এদিন চাঁদনীর পড়নে ছিল, আইস ব্লু রঙের ক্রপ টপ এবং সাদা রঙের মিনি স্কার্ট তবে ঈশানকে এদিন দেখা গেল নিজের ক্যাজুয়াল আউটফিটেই। ঈশান এদিন ব্লু জিন্স এর সঙ্গে একটি গ্রে রঙের টিশার্ট পড়েছিলেন। এর আগেও দুই লভ বার্ড’কে জুনের ১ তারিখ মুভি ডেটেও দেখা গিয়েছিল। তবে এদিন কেবল দুজনে একা নন, দুজনের সঙ্গে ঈশানের মা’কেও দেখা গিয়েছিল এদিন। যেখানে দুই লভ বার্ড’কে টুইনিং আউটফিটে দেখা গিয়েছিল। তাছাড়াও গত সপ্তাহেই দুজনকে উইকেন্ডে সময় কাটাতে দেখা গিয়েছিল এক বান্দ্রার এক রেস্তোরাঁতেও। সেখানে রেস্তোরাঁ থেকে বেড়িয়ে শাটারবাগদের কাছে ধরা দিয়েছিলেন দুজনে। তবে এক মুহুর্তও অপেক্ষা না করে বয়ফ্রেন্ড সোজা হাত ধরে নিয়ে গিয়ে চাঁদনীকে গাড়িতে তুলে দেন, পরে নিজেও গাড়িতে উঠে চলে যান।