বিনোদন
Trending

৫৩ বছরের কাঞ্চনের চেয়ে কত ছোট হবু বউ শ্রীময়ী? জানলে অবাক হবেন আপনিও

How much younger than the 53-year-old Kanchan wife Srimayi?

The Truth Of Bengal : কাঞ্চনের এটা তৃতীয় বিয়ে হলেও শ্রীময়ীর প্রথম বিয়ে। কৃষ্ণকলির রাধারানির সঙ্গে কাঞ্চনের বয়সের ফারাক ঠিক কতখানি? কাঞ্চন মল্লিকের বয়স ৫৩। ওদিকে ৩০-এর গণ্ডি পার করেননি শ্রীময়ী।

জানা যায়, ২০১৮ সালে বি.কম নিয়ে গ্রাজুয়েশন পাস করেছেন শ্রীময়ী। আপাতত লেট টোয়েন্টিজ-এ রয়েছেন অভিনেত্রী। কাঞ্চনের সঙ্গে তাঁর বয়সের পার্থক্য খুব কমপক্ষে ২৩ বছরের বেশি।
সম্পর্ক নিয়ে জল্পনার অবসান হয়েছিল আগেই, কিন্তু বিয়ে নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরেই। অবশেষে ১৪ই ফেব্রুয়ারি কাগজে কলমে বিয়ে করলেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের ছবি। সামাজিকভাবে ৬ই মার্চ ফের বিয়ে করবেন তারা।

রবিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়া সরগরম কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের খবর। তৃণমূলের তারকা বিধায়কের ডিভোর্সের খবর সামনে আসার দু-দিন পর সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। এই ফাগ্লুনেই চার হাত এক হবে কাঞ্চন-শ্রীময়ীর। গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসের দিনই কাউকে না জানিয়ে বিয়ে সেরে ফেলেছেন তারা। আইনত এখন তারা স্বামী-স্ত্রী। অভিনেতা কাঞ্চন মল্লিকের তৃতীয় স্ত্রী হলেন ‘কৃষ্ণকলি’ খ্যাত রাধারানি।

প্রসঙ্গত, অভিনেত্রী জানান,”১৪ ফেব্রুয়ারি সপরিবারে কাঞ্চনের বাড়িতে আমন্ত্রিত ছিলাম আমরা। গিয়ে দেখি ফ্ল্যাট ফুল, বেলুনে সাজানো। বাড়িভর্তি লোকের সামনেই আমাকে ফিল্মি কায়দায় হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দেয়। উপহার হিসাবে ছিল লাল রঙের শাড়ি এবং প্ল্যাটিনামের আংটি।” শাড়িটি রেজিস্ট্রি বিয়ের সময় পরেছিলেন অভিনেত্রী। ইতিমধ্যেই তাদের রেজিস্ট্রির ছবি প্রকাশ্যে এসেছে।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

এদিকে, কাঞ্চন-শ্রীময়ীর কাগজ কলমে বিয়ের পর ৬ই মার্চ সামাজিকভাবে বিয়ের তোড়জোড় শুরু করতেই ট্রোলের শিকার দুই পরিবার। এর আগেও দুজনের সম্পর্ক জানাজানি হতেই নেট দুনিয়ায় ট্রোলের শিকার হতে হয়েছিল তাদের। এবার ফের শ্রীময়ীকে কটাক্ষ করায় অভিনেত্রী জানান, “এক দশকেরও বেশি সময় ধরে কাঞ্চনের সঙ্গে রয়েছি। আজীবন তো মাথার উপর মা-বাবা থাকবেন না, তাছাড়া আমারও একটা অবলম্বনের দরকার। আমার বিশ্বাস ও আমাকে ভালো সামলাবে।”

 

FREE ACCESS

Related Articles