বিনোদন

আসছে স্বর্ণপদক জয়ী ‘চান্দু চ্যাম্পিয়ন’, চকলেট বয় থেকে কুস্তিগীর কার্তিক

Here comes gold medalist 'Chandu Champion', wrestler Karthik from Chocolate Boy

The Truth of Bengal: সম্প্রতি মুক্তি পেয়েছে ‘চান্দু চ্যাম্পিয়ান’ এর ট্রেলার। সেখানেই বলিঊডের চকলেট বয় কার্তিক আরিয়ানকে এবার দেখা যাবে বড় পর্দায় কোনও বায়োপিকে। তাও আবার বলিউডের এই হ্যান্ডসম হাঙ্ক’কে এবার অভিনয় করতে দেখা যাবে একজন কুস্তিগিরের চরিত্রে। ছবির পরিচালক কাবীর খান বরাবরের জন্য নিজের কাজের মাধ্যমে দাগ কাটেন দর্শকদের মনে, সেখানে তাঁর ছবিতে এবার কার্তিকের উপস্থিতি নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উথে ছিল বিটাউনে।

সেখানে সেই সমস্থ প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা নিজেই তাঁর চরিত্রের মাধ্যমে। প্রাক্তন সেনাবাহিনীর সদস্য তথা অ্যাথলিট মুরলীকান্ত পেটকরের জীবনকাহিনি অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। সিনেমায় কার্তিকের ফার্স্ট লুক কোথাও গিয়ে তাঁর অনুরাগীদের উদ্বিগ্ন করে তুলে ছিল ছবির ট্রেলার রিলিজের জন্য। তারপর এদিন এই ট্রেলারটি প্রকাশ্যে আসতেই উত্তেজিত হয়ে পরেন নেটিজেনেরা।

ট্রেলারে জুড়ে দেখা যাচ্ছে একজন স্বপ্ন জয়ি তারকাকে। ছোটোবেলার সংগ্রাম সঙ্গে সেনায় নিজের দেশের প্রতি কর্তব্য পালনে। এতদিন ধরে অভিনেতাকে তীব্র কটাক্ষের মধ্যেই থাকতে হত, বারবার ফ্লপ হওয়া ছবির রেকর্ডের পর, এই ছবি কোথাও গিয়ে সেই রেকর্ড ব্রেক করতে পারবে বলেই মনে করছেন তাঁর অনুরাগীরা। অনেকেই জানাচ্ছেন, “একটা ভালো গল্পে তোমায় দেখতে পাবো এবার প্রিয়”।

Related Articles