বিনোদন

ভেন্টিলেশনে রয়েছেন লোকসঙ্গীত শিল্পী সারদা সিনহা, পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

Folk singer Sarada Sinha is on ventilation, PM assures to be by her side

Truth Of Bengal: কঠিন অসুখের সঙ্গে চলছে লড়াই। দীর্ঘদিন হাসপাতালের বেড-এ শুয়ে রয়েছেন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী পদ্মভূষণ সারদা সিনহা। তবে মঙ্গলবার আচমকা শারীরিক অবস্থার অবনতি ঘটলে ভেন্টিলেশনে রাখা হয় সংগীতশিল্পীকে।

প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লির AIIMS-এ ভর্তি রয়েছেন সংগীতশিল্পী। তাঁর ছেলে অংশুমান সিনহা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারদা দেবীর চিকিৎসায় সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন। দীর্ঘদিন ধরেই ব্লাড ক্যান্সারে ভুগছেন শিল্পী। চলতি বছর ২৬ অক্টোবর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। দিল্লির AIIMS-এ লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। এদিন আচমকা শারীরিক অবস্থার অবনতি ঘটে।

তবে হাসপাতাল সূত্রে জানা যায়, লোকসঙ্গীত শিল্পী পদ্মভূষণ সারদা সিনহার রক্তচাপ এবং হৃদস্পন্দন আপাতত স্থিতিশীল৷ ২৪ ঘন্টা ডাক্তারদের কড়া নজরদারিতে রয়েছেন শিল্পী।

কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন সংগীতশিল্পীর স্বামী ব্রজ কিশোর সিনহা। পড়ে গিয়ে মাথায় চোট পান। এর থেকেই ব্রেন হ্যাম্যারেজ হয়ে মৃত্যু হয় তাঁর। এরপরেই অসুস্থ হয়ে পড়েন সারদা সিনহা। আপাতত চিকিৎসা চলছে তাঁর।

শুরু থেকেই লোকসংগীতকে বেছে নিয়েছেন সারদা দেবী। ভোজপুরি, মৈথিলি এবং হিন্দি লোকসঙ্গীতের প্রসারের জন্য জাতীয় স্বীকৃতি অর্জন করেছেন।  ১৯৯১ সালে, তিনি সঙ্গীতে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পান। ২০১৮ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় সংগীতশিল্পীকে। ভোজপুরি, মৈথিলি এবং হিন্দি লোকসঙ্গীতের পাশাপাশি বলিউডেও আধিপত্য বিস্তার করেছেন সংগীতশিল্পী। বিহারের কোকিলা বলা হয় তাঁকে।

Related Articles