বলিউডে সবচেয়ে ধনী ব্যাক্তির তালিকায় কিং খান, তাঁর সম্পত্তির হিসেব প্রায় ৭,৩০০ কোটি টাকা
Factory workers are protesting with a total of 16 demands including salary increase

Truth Of Bengal: ধরা ছোঁওয়ার বাইরে কিং খান। বলিউডে সবচেয়ে বড়লোকের তালিকায় যিনি সে হচ্ছে অভিনেতা শাহরুখ খান। ২০২৩ সালে বক্স অফিসে একাই সাড়া ফেলে দিয়েছিলেন শাহরুখ। তবে তাঁর জীবনে উঠা পড়া ছিল। তবে কখনো তিনি হতাশ হয়ে যাননি। নিজেকে শক্ত করে রেখেছিলেন। আর তাইতো তিনি আজ এ জায়গায়।
অপরদিকে চলতি বছরের শুরুতেই আইপিএল ট্রফি জিতেছিলেন শাহরুখ। ভালো সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন কিং খান। বয়স এখন ৫৮ –র ঘরে পৌঁছেছে। বেশ কয়েকটা বছর বক্স অফিসে সাফল্যের মুখ দেখেননি শাহরুখ। তবে এ প্রসঙ্গে বলতে গেলে তাঁর উপার্জন সবসময় ঊর্ধ্বগামী। এক সমীক্ষায় দাবি করা হয়েছে, বলিউড বাদশা ৭,৩০০ কোটি টাকার সম্পত্তির অধিকারী! শাহরুখ বলিউডের সবচেয়ে ধনী ব্যক্তি বলেও উল্লেখ করেছে ওই সমীক্ষা।
তবে মনে করা হচ্ছে তাঁর আয়ের মাধ্যম প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। তবে শাহরুখের পর তালিকা অনুযায়ী দ্বিতীয় নম্বরে রয়েছেন জুহি চাওলা। শাহরুখের পাশাপাশি কেকেআরের যৌথ কর্ণধার জুহি ও তাঁর স্বামী জয় মেহতা। তৃতীয় স্থানে রয়েছেন হৃতিক রোশন। এরপরে তালিকায় রয়েছে অমিতাভ বচ্চন ও পরিবার এবং করণ জোহরের নাম।
জানা যাচ্ছে, হৃতিক রোশনের এই বিপুল পরিমাণ সম্পত্তির মূল উৎস তাঁর ফ্যাশন ব্র্যান্ড এইচআরএক্স। অভিনয়ের পাশাপাশি শাহরুখের মতো হৃতিকও একজন সফল ব্যবসায়ী। অন্যদিকে অমিতাভ বচ্চন বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। অন্যদিকে ধর্মা প্রোডাকশনসই করণ জোহরের আয়ের প্রধান উৎস।শুধু যে সম্পত্তির বিচারেই তিনি বলিউডের সবচেয়ে ধনী ব্যাক্তি তা নয়। এক্স হ্যান্ডেলে ৪৪.১ মিলিয়ন ফলোয়ার্স থাকার কারনেও কিং খান সর্বসেরা।