মুক্তি পেল ‘এলো মির্জা’, কে গাইলেন মির্জার এই টাইটেল ট্র্যাকটি ?
'Elo Mirza' was released, who sang the title track of Mirza?

The Truth Of Bengal: অন্ধকার দুনিয়ার বেতাজ বাদশা হতে তৈরি ‘মির্জা’, থুড়ি অঙ্কুশ। আগামি ইদে মুক্তি পেতে চলেছে অঙ্কুশের নিজস্ব প্রোডাক্টশনের প্রথম ছবি মির্জা। রবিবার প্রকাশ্যে এল ছবির টাইটেল ট্র্যাক এল মির্জা। ভোল পালটে অঙ্কুশ একদম বিন্দাস মুডে ধরা দিল ‘মির্জা’-তে। সঙ্গী তাঁর রিয়েল লাইফ পার্টনার ঐন্দ্রিলা সেন। ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। আর মাছ বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন ঐন্দ্রিলা সেন,ছবিতে তাঁর নাম মুসকান।
অন্ধকার জগতের বিভিন্ন কার্যকলাপ উঠে আসবে এই ছবির পরতে পরতে। এর আগে অঙ্কুশের জন্মদিনে প্রকাশ্যে এসেছিল ছবির ফার্স্টলুক। আর এবার দোলের আগে মুক্তি পেল ছবির টাইটেল ট্র্যাক। গানটিতে গলা দিয়েছেন অনীক ধর। তাই ছবির টাইটেল ট্র্যাক রিলিজে মির্জা অঙ্কুশের পাশে ছিলেন অনীক। অঙ্কুশ ও অনীকের এই যুগলবন্দি কেমন হল চলুন তাই এবার জেনে নেওয়া যাক।