আবারো ছোট পর্দায় দিতিপ্রিয়া রায়! এবার কোন চরিত্রে ফিরছেন অভিনেত্রী?
Ditipriya Roy is returning to the small screen! What character is he now?

The Truth Of Bengal: রানি রাসমণি ধারাবাহিকের পর ফের আবার দিতিপ্রিয়া রায় ছোট পর্দায় ফিরতে চলেছেন। রানি রাসমণি ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন অভিনেত্রী। কিন্তু এরপরে আর তাঁকে দেখা যায়নি কোনও ধারাবাহিকে অভিনয় করতে। তবে মেগা শেষ করে তাঁকে মূলত সিরিজ এবং সিনেমাতেই অভিনয় করতে দেখা গিয়েছে।
কোন ধারাবাহিকে দেখা যেতে চলেছে দিতিপ্রিয়া রায়কে? স্টার জলসার অন্যতম পুরোনো এবং হিট ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এবার এন্ট্রি নিতে চলেছেন টলিউড অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। রূপার চরিত্রে দেখা যেতে পারে দিতিপ্রিয়াকে। এই ধারাবাহিকে সোনা রূপা অর্থাৎ সূর্য দীপার দুই মেয়ে বড় হয়ে গেছে। আর রূপার সেই বড়বেলার চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে দিতিপ্রিয়াকে।
দিতিপ্রিয়া রায়ের অন্যান্য কাজ
এর আগে দিতিপ্রিয়া রায় ছোট থেকেই একের পর এক ধারাবাহিকে, এমনকি সিনেমাতেও শিশু শিল্পী হিসেবে কাজ করে গেছেন। কিন্তু রানি রাসমণি ধারাবাহিকটি তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট। এই ধারাবাহিকে দিতিপ্রিয়া তাঁর অভিনয় দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন। দিতিপ্রিয়ার অভিনয়ে দর্শকেরা মুগ্ধ। তবে রানি রাসমণি ধারাবাহিকটি শেষ হয়ে যাবার পর থেকে দিতিপ্রিয়াকে আর ছোট পর্দায় দেখা যায়নি। মাঝে অবশ্য অভিনেত্রীকে রাজনীতি, আবার রাজনীতি, ডাকঘর ইত্যাদির মতো সিরিজে অভিনয় করতে দেখা গেছে। আর সিরিজে অভিনেত্রীর একের পর এক অভিনয় বিশেষ ভাবে সকলের নজর কেড়েছেন।
তবে এবার একটা সাময়িক বিরতি কাটিয়ে অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরছেন দিতিপ্রিয়া। এরই মধ্যে অভিনেত্রীর দুটো সিরিজে অভিনয় করার কথা ঠিক হয়ে আছে। এছাড়াও শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পাটালিগঞ্জের পুতুলখেলা ছবিতেও অভিনেত্রী দিতিপ্রিয়াকে দেখা যাবে।