বিনোদন

ফের টলিপাড়ায় পরিচালক বনাম টেকনিশিয়ান জট, আলোচনা ছাড়াই কর্মবিরতি

Director vs technician clash again in Tolipara, strike without discussion

Truth Of Bengal: জট কাটাতে আবার রাজ্য সরকারের হস্তক্ষেপ প্রয়োজন? শুটিংয়ের কল টাইম সকাল দশটা। নির্দিষ্ট সময়ে মধ্যে অভিনেতা অভিনেত্রী সকালে চলে আসেন স্টুডিও পাড়ায়। তবে দেখা নেই পরিচালকদের।টালিগঞ্জের শুটিংয়ের অচলবস্থা অব্যাহত। বন্ধ শুটিং!

শুক্রবার সকাল থেকে ফ্লোরে দেখা নেই পরিচালকদের। মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে টেকনিশিয়ান প্রত্যেকে উপস্থিত, পরিচালকের উপস্থিত না থাকায় আপাতত শুটিং বন্ধ রয়েছে। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস প্রডিউসারের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

Related Articles