Dhanush: লেজেন্ডারি সঙ্গীত শিল্পী ইলাইয়ারাজার ৮১’তম জন্মদিন উপলক্ষ্যে, বায়োপিকের নতুন পোস্টার প্রকাশ্যে আনলেন ধনুশ
Dhanush: On Legendary Musician Ilaiyaraaja's 81st Birthday, Dhanush Unveils The New Poster of His New Project

The Truth Of Bengal: ধনুশের নতুন ছবি নিয়ে ইতিমধ্যেই আলোড়ন পড়েছিল টলি ইন্ডাস্ট্রিতে, যেখানে ‘ইলাইয়ারাজার’ বায়োপিকে দেখা যাবে সাউথের এই অভিনেতাকে। এদিন তামিল ইন্ডাস্ট্রির লেজেন্ডারি সঙ্গীত শিল্পী ইলাইয়ারাজার ৮১ তম জন্মদিন উপলক্ষ্যে অভিনেতা ধনুশ সেই ছবির নতুন একটি পোস্টার তাঁর এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেন। যা ইতিমধ্যেই প্রচুর ভালোবাসা পেয়েছে নেটিজেনদের কাছে। এর আগেও অভিনেতা চলতি বছরের মার্চ মাসের ২০ তারিখ ছবির প্রথম পোস্টার অনুরাগীদের উদ্দেশ্যে শেয়ার করেন। এরপর থেকে ক্রমশ এই সঙ্গিত শিল্পীর বায়োপিক নিয়ে তূমুল চর্চা শুরু হয়।
Happy birthday to the one and only @ilaiyaraaja sir. pic.twitter.com/adYPIqjc5s
— Dhanush (@dhanushkraja) June 2, 2024
২রা জুন অভিনেতা ধনুশ তাঁর সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করে তাঁর আসন্ন প্রকল্প, তাঁর এই নতুন ছবির পোস্টারটিকে ভাগ করে এই লেজেন্ডারি সঙ্গীত শিল্পী ইলাইয়ারাজাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানান। তিনি বলেন, “একমাত্র @ilaiyaraaja স্যারকে জন্মদিনের শুভেচ্ছা”। যেখানে অভিনেতার শেয়ার করা পোস্টারটিতে দেখা যাচ্ছে ধানুশকে তার হারমোনিয়াম এবং পিছনে তার ব্যান্ড নিয়ে বিশাল জনতার সামনে দাঁড়িয়ে থাকতে। অনুরাগীরা ছবির পোস্টার রিলিজ করার পর মুহূর্তের মধ্যেই কমেন্টে ভরিয়ে দেন। একজন অনুরাগী কিংবদন্তী এই সঙ্গীত শিল্পীর বায়পিকের পোস্টারটি দেখা মাত্র তাঁর প্রতিক্রিয়া স্বরূপ লেকেন, “লভ ইউ থালাইভা, ইলাইয়ারাজার বায়োপিক এর জন্য অপেক্ষা করতে পারছিনা”। অনুরাগীরা শুধুমাত্র এই বয়পিকের জন্যই নয়, ধনুশের ফ্যানেরা অভিনেতার আরও একটি ছবি হাই অ্যাকশন থ্রিলার ‘রায়ান’র জন্যও উচ্ছ্বাসিত।
সিনেমায় ধনুশকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে যেখানে পরিচালকের ভূমিকায় থাকবেন অরুণ মাথেশ্বরন। সূত্র মারফত এও শোনা যাচ্ছে, বায়োপিকটিতে মূলত সঙ্গীত শিল্পী ও তাঁর জীবনের ওঠা পড়া এবং তাঁকে যে পদ্মভূষণ দ্বারা সম্মান জানানো হয়েছিল সেই বিষয়টিকেও গল্পে তুলে ধরা হবে। সব ঠিক ঠাক থাকলে সিনেমাটি চলতি মাসের ১৩ তারিখ বড় পর্দায় মুক্তি পাবে। সঙ্গে এও শোনা যাচ্ছে, ছবিটি একই সাথে তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম এবং হিন্দি ভাষাতেও মুক্তি পাবে বড় পর্দায়।