
The Truth of Bengal: দেব, বাংলা সিনেমা জগতের একটি একটি অবিচ্ছেদ্য প্রাচীরের নাম। অভিনেতা হিসেবে তিনি নিজেকে বারবার ভেঙেছেন। আবার নতুন কিছু শিখে নতুন নিজেকে নতুন রূপে তৈরি করেছেন। পুরনো ছক ভেঙে ফিরে এসেছেন ব্যোমকেশ বাঘাযতীন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারের মত বিভিন্ন আইকনিক চরিত্রে। এবার জানা যাচ্ছে তিনি নাকি উত্তম কুমার অভিনীত নায়ক সিনেমার স্বত্ব কিনে নিচ্ছেন।
সুতরাং এখানে প্রশ্ন থাকছে তাহলে কি মহানায়কের করে যাওয়া চরিত্রে দেখা যাবে মহানায়ক পুরস্কারপ্রাপ্ত অভিনেতা দেবকে? যদিও এখন এই বিষয়ে কিছু স্পষ্ট নয়। শুধু সত্যজিৎ রায় নির্মিত ছবির স্বত্ব তিনি কিনছেন এটুকুই জানা গিয়েছে। সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের থেকে এই স্বত্ব কিনছেন তিনি। দেব জানিয়েছেন এখনো কোন আইনি সই হয়নি। তবে সম্মতি দিয়েছেন সন্দীপ। তবে এ কথা ঠিক যে যতবার ছক ভেঙ্গে নতুন রূপে দেব ধরা দিয়েছেন ততবার কিছুটা হলেও ট্রলড হয়েছেন।
তবে এই বিষয়টাও ঠিক যায় নিজেকে গড়ে পিঠে তুলেছেন দেব বারবার। এবার শুধু এটাই দেখার যে নায়ক ছবির রিমেকে তাকে দেখে দর্শকের কি প্রতিক্রিয়া হয়। প্রসঙ্গত পুজোর আগেই মুক্তি পেয়েছে বাঘাযতীন। আবার শীতের ছুটিতে আসতে চলেছে অভিজিৎ সেন পরিচালিত এবং দেব অভিনীত প্রধান। এখানে দেবের সাথে অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু, পরান বন্দ্যোপাধ্যায় মমতার শঙ্কর সহ একাধিক অভিনেতা অভিনেত্রীরা। আগামী ২২শে ডিসেম্বর মুক্তি পাবে দেব অভিনীত প্রধান।
Free Access