
The Truth of Bengal: মঙ্গলবার অনুষ্ঠিত হল দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড ২০২৪। এদিন মুম্বইতে করিনা কাপুর খান, রানি মুখোপাধ্যায়, শহিদ কাপুর, নয়নতারা, ববি দেওল, শাহরুখ খান-সহ বলিউডের একঝাঁক তারকা হাজির ছিলেন অনুষ্ঠানে। যেখানে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে শাহরুখের জওয়ান এবং রণবীর কাপুরের অ্যানিম্যাল।জওয়ান ছবির সাফল্যের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন শাহরুখ খান। কিং খান ছাড়াও এই ছবির নায়িকা নয়নতারা জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এবং বছরের সেরা ছবি হয়েছে অ্যাটলির জওয়ান। জওয়ান-এর পরে পুরস্কারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রণবীর কাপুরের অ্যানিমেল। যাবতীয় বিতর্ককে দূরে ফেলে দিয়ে এই ছবিটিও জিতে নিয়েছে বেশ কয়েকটি পুরস্কার। সেরা পরিচালক ও সেরা খলনায়কের পুরস্কার এসেছে এই ছবির ঝুলিতে। এইবার এক নজরে দেখে নেব কারা পেলেন এই পুরস্কার।
দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৪ বিজয়ী তালিকা
- সেরা সিনেমা – জওয়ান
- সেরা সিনেমা (সমালোচক) – টুয়েলভথ ফেল
- সেরা পরিচালক – সন্দীপ রেড্ডি ভাঙ্গা (অ্যানিম্যাল)
- সেরা পরিচালক – (সমালোচক) – অ্যাটলি (জওয়ান)
- সেরা অভিনেতা – শাহরুখ খান (জওয়ান)
- সেরা অভিনেতা – (সমালোচক)- ভিকি কৌশল (স্যাম বাহাদুর)
- সেরা অভিনেত্রী- রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
- সেরা অভিনেত্রী – (সমালোচক) – করিনা কাপুর খান (জানে জাঁ)
- সেরা খলনায়ক – ববি দেওল (অ্যানিমেল)
- সেরা কমেডিয়ান – আয়ুষ্মান খুরানা (ড্রিমগার্ল টু)
- সেরা সহ অভিনেতা – অনিল কাপুর (অ্যানিমেল)
- সেরা সহ অভিনেত্রী – ডিম্পল কাপাডিয়া (জওয়ান)
- সেরা সংগীত পরিচালক – অনিরুদ্ধ রবিচন্দর
- সেরা প্লেব্যাক গায়ক – বরুণ জৈন (জরা হঠকে জরা বচকে থেকে তেরে ভাস্তে)
- সেরা প্লেব্যাক গায়িকা – শিল্পা রাও (বেশরম রং)
- সংগীত জগতে অসামান্য অবদান – কে জে ইসুদাস
- চলচ্চিত্র জগতে অসামান্য অবদান – মৌসুমী চট্টোপাধ্যায়
- বছরের সেরা সম্ভাবনাময় অভিনেতা – বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)
- বছরের সেরা সম্ভাবনাময় অভিনেত্রী – আদা শর্মা (দ্য কেরালা স্টোরি)
- মোস্ট ভার্সেটাইল অভিনেত্রী – নয়নতারা (জওয়ান)
- বছরের সেরা টেলিভিশন সিরিজ – গুম হ্যায় কিসিকে পেয়ার মে
- টেলিভিশন সিরিজের সেরা অভিনেতা – নীল ভট্ট (গুম হ্যায় কিসিকে প্যায়ার মে)
- টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী – রূপালী গঙ্গোপাধ্যায় (অনুপমা)
- সেরা ওয়েব সিরিজ – ফারজি
- ওয়েব সিরিজে সেরা অভিনেতা – শাহিদ কাপুর (ফারজি)
- ওয়েব সিরিজে সেরা অভিনেত্রী – সুস্মিতা সেন (আর্যা সিজন ৩)
- ওয়েব সিরিজের সেরা অভিনেত্রী (সমালোচক) – করিশ্মা তন্না (স্কুপ)
জওয়ান গতবছরের সবচেয়ে হিট ছবি। এমনকি ছবিটি ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে। পাশাপাশি সন্দীপ রেড্ডি ভাঙ্গা-এর অ্যানিমেল-এ ভিলেন আব্রার ভূমিকায় অনবদ্য অভিনয় করেছিলেন। আর তার উপর পিকচারাইজেশন করা জামাল কুদু গানটি বছরের সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছিল। আর এই দুটো ছবিই নজর কেড়েছে এবারের দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডে।