
The Truth Of Bengal: বলিউডের রানি দীপিকা পাড়ুকোন কিছুদিন আগেই তাঁর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তিনি মা হতে চলেছেন। ব্যাস আর মাত্র কিছু মাসের অপেক্ষা। তারপরই ঘরে আসতে চলেছে নতুন সদস্য। রনবীর ও দীপিকা এখন তারই অপেক্ষায়। কিন্তু তাতেও শুটিং বন্ধ করেননি অভিনেত্রী। নতুন ছবি ‘সিংহম আগেইন’ ছবিতেই কাজ চলছে তাঁর। কিন্তু বিশ্রাম নিতে একেবারেই রাজি নয় অন্তঃসত্ত্বা দীপিকা।
তার এই নতুন ছবিতে তিনি পুলিশের পোশাকে ফার্স্ট লুকে প্রকাশ্যে এসেছিলেন। নেটদুনিয়ায় তার অনুরাগীরা অন্তঃসত্ত্বা অবস্থায় সাবধানতা মেনে চলতে অনুরোধ জানায় অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়াতে তিনি প্রায়ই তার কাজের কিছু নমুনা শেয়ার করেন। ঠিক সেরকমই এই শুটিং এর ক্ষেত্রে তিনি কীভাবে বাড়িতেও শুটিং করছেন তার ঝলকও দেখিয়ে ছিলেন। তিনি কিছু সেলাইয়ের অসম্পূর্ণ নকশা করা হাতের কাজের ছবিও শেয়ার করেছিলেন।
View this post on Instagram
তার থেকেই বোঝা যাচ্ছে সেলাইয়ের কাজে মন বসেছে অভিনেত্রীর। আর মজা করে লিখেছিলেন যে “আশা করি, আমি কাজটা শেষ করে ছবি ভাগ করে নিতে পারবো “। দীপিকার মা হবার খবর ছড়াতেই দীপিকা সারোগেসি করাতে চান এই নিয়ে অনেক কানাঘুষো মন্তব্য শোনা গিয়েছিল আগেই। কিন্তু সেই নিয়ে দীপিকা বা রনবীর কেউই কখনও কোনও মত প্রকাশ করেননি। সংবাদ মাধ্যম রনবীরকে প্রশ্ন করলে তিনি বলেন, ঈশ্বর যা দেবেন তারা তাতেই খুশি।