
Truth of Bengal: “হার কার জিতনে ওয়ালে কো বাজিগর ক্যাহেতে হ্যায়!” শাহরুখ খানের এই আইকনিক ডায়লগ আজও মনে দাগ কেটে আছে সকলের। ‘বাজিগর’ ছবি দিয়েই বলিউড নিজের জমি শক্ত করেছিলেন শাহরুখ খান। ছবিতে নায়ক ও ছিলেন তিনি আর খলনায়ক ও তিনি। শিল্পা শেট্টি, কাজলের সঙ্গে তার রসায়ন নজর কেড়েছিল সিনেপ্রেমীদের। নব্বই দশকের সেই নস্টালজিয়ায়ই আবারও ফিরতে চলেছে পর্দায়। সূত্রের খবর, প্রযোজক রতন জৈন তৈরি করতে চলেছেন ‘বাজিগর ২’।
প্রযোজক রতন জৈন বলেন, ‘বাজিগর ২’ নিয়ে কথা হয়েছে শাহরুখ খানের সঙ্গে। যে একেবারে রাজি নন, এমনটাও নয়। তিনি বিষয়টি যথেষ্ট গুরুত্ব নিয়েই শুনেছেন। আলোচনা হচ্ছে অভিনেতা-প্রযোজকের মধ্যে। ‘বাজিগর ২’ যে আসবে তাও নিশ্চিত করেন প্রযোজক রতন জৈন। প্রযোজক আরও জানান, পুরোটাই নির্ভর করছে বাদশার উপরে।
নায়কের ভূমিকায় একমাত্র শাহরুখ রাজি হলে তবেই তিনি তৈরি করেবেন ‘বাজিগর ২’। তবে এখনোও পর্যন্ত ছবির নায়িকা কে হবেন তা স্পষ্ট করে কিছুই জানাননি প্রযোজক। জানা গিয়েছে, এই মুহূর্তে চিত্রনাট্য লেখার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। এখন দেখার ‘বাজিগর ২’ তে কি চমক থাকে দর্শকদের জন্যে।