
The Truth Of Bengal: কিছুদিন আগেই পুরীর মন্দিরে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই পুজো দিতে দেখা গিয়েছিল অনন্ত আম্বানি’কে। মন্দিরে ভক্তির সঙ্গে তাকে প্রভু জগন্নাথ দেবের কাছে মথা নত করতে দেখা যায়। সূত্রের খবর, সেখানেই তারপর মন্দির ভ্রমণের মাঝে রাধিকার প্রেমিক জগন্নাথ মন্দিরে দান করেন ২ কোটি ৫১ লক্ষ্য টাকা।
VIDEO | Anant Ambani visits Jagannath Temple in Puri, Odisha. pic.twitter.com/EMpFJHwegR
— Press Trust of India (@PTI_News) April 16, 2024
এদিন কড়া নিরাপত্তার মধ্যেই রাত প্রায় দশটায় অনন্ত পৌঁছন পুরীর জগন্নাথ দেবের কাছে। তাঁর মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর আগেই এলাকা’টিকে মুড়ে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তায়। মন্দিরে উপস্থিত হওয়ার পর তাঁকে সেখানকার (মন্দির কমিটি) সকলেই উষ্ণ অভ্যর্থনা জানান। তারপর জগন্নাথ দেবের সঙ্গে দর্শনের পর তিনি মা বিমলা, মা লক্ষ্মী, ভগবান শ্রীকৃষ্ণ ও মহাবীর এর কাছে মাথা নত করে। প্রণাম ও শ্রদ্ধা জানান। তাঁকে এদিন হনুমান চালিসা পাঠ করতেও দেখা গিয়েছিল সেখানে।
#WATCH | Anant Ambani offered prayers at Kamakhya Temple in Guwahati, Assam today. pic.twitter.com/FNWiLCPoCZ
— ANI (@ANI) April 16, 2024
শেষমেশ তিনি মন্দির থেকে বেরিয়ে নিজ গন্তব্যে বেরিয়ে পড়েন। শুধুমাত্র এই এত কোটি টাকা দক্ষিণাতেই থেমে থাকেননি তিনি। জগন্নাথ ধামের কর্তৃপক্ষের কাছে তিনি তাঁর আরও একটি ইচ্ছে প্রকাশ করেছিলেন এদিন! তিনি মন্দিরের তিনটি দুয়ার’কে রূপোর দুয়ারে পরিণত করার ইচ্ছে প্রকাশ করেন। শুধুমাত্র পুরীর শ্রী জগন্নাথ মন্দির নয়! তাঁকে শ্রী শ্রী কামাখ্যা মন্দিরেও এই একই অঙ্কের টাকা দক্ষিণা স্বরূপ দিতে দেখা গিয়েছিল।