হার্দিকের পর নাতাশা নতুন প্রেমের সম্পর্কে, শেয়ার করলেন ভালবাসার পোস্ট, যা নিয়ে নেটদুনিয়ায় শোরগোল
After Hardik, Natasha about new love, shares love post, which makes the net world buzz

Truth Of Bengal: ইতিমধ্যেই সামনে এসেছে হার্দিক ও নাতাশার বিচ্ছেদের খবর। আর সেই আবহেই শোনা যাচ্ছে যে হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশা নাকি নতুন পুরুষে মজেছেন আর এর থেকেই শুরু হয়েছে নাতাশার প্রেমের গুঞ্জন। এর আগে হার্দিক ও নাতাশার বিচ্ছেদের মাঝেই বলিউড অভিনেতা হার্দিকের সাথে এক মহিলার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।
আর এর পরই অনেককে বলতে শোনা গিয়েছিল হার্দিক ও নাতাশার মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশের জন্যই তাঁদের বিচ্ছেদ হয়েছে। হার্দিক পাণ্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ নিজেদের বিচ্ছেদের কথা নিজেরাই সামনে আনেন। এরপর সংসার ছেড়ে নাতাশা তাঁর ছেলে অগস্ত্যকে নিয়ে সার্বিয়া চলে যান। এরপর সেখানে গিয়ে কিছু ছবি শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে।
এরই মাঝে অভিনেত্রীকে আচমকাই পোস্ট করতে দেখা যায় ভালোবাসার গপ্পো! আর এই পোস্টের পরই নেটপাড়ায় শোরগোল পড়ে যায়। এরপরই নাতাশা একটি পোস্ট করে লিখেছেন, ‘‘ভালবাসা ধৈর্যশীল। ভালবাসা দয়ালু। তার মধ্যে কোনও হিংসা নেই, জাহির করার প্রবণতাও নেই। ভালবাসা কাউকে পরিত্যাগ করে না। ভালবাসা রক্ষা করে, বিশ্বাস করতে শেখায়, আশা জাগায়, সব সময়ে আগলে রাখে। ভালবাসা কখনও হারে না।’’
বিচ্ছেদের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে এটা নিয়ে হার্দিক ও নাতাশা দুজনকেই একটা কথা বলতে শোনা না গেলেও পরে এটা নিয়ে নাতাশাকে মুখ খুলতে দেখা গেছে। নাতাশা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, হার্দিকের কিছু আচরণের জন্যই তাঁর বিচ্ছেদের মতো এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এও জানিয়েছেন বহুবার চেষ্টা করেও শেষমেশ পারেননি। তাই তিনি এরকম একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
ইতিমধ্যেই নাতাশাকে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ‘পাণ্ডিয়া’ পদবি সরিয়ে নিতে দেখা গিয়েছে। এমনকি হার্দিকের সাথে তোলা একসাথে সব ছবি তিনি সরিয়ে দিয়েছেন। আর এর পরে ১৮ তারিখের যৌথ বিবৃতিতে হার্দিক-নাতাশার পক্ষ থেকে লেখা হয়, “চার বছর একসঙ্গে থাকার পর নাতাশা ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একত্রে থাকার সমস্ত রকম চেষ্টা করেছিলাম আমরা।”