বিনোদন
যশ-নুসরতের ‘সেন্টিমেন্টাল’ ছবিতে দুর্দান্ত আইটেম ডান্স করলেন এই অভিনেত্রী!

১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘সেন্টিমেন্টাল’। ছবিটিতে যশ ও নুসরতকে প্রধান চরিত্রে দেখা যাবে। এছাড়াও সায়ন্তনী ঘোষ ও মদন মিত্র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
ছবির আইটেম গান ‘সোডা সং’তে আইটেম গার্ল হিসেবে দেখা যাবে তৃণা সাহাকে। প্রথমবার এমন অবতারে দেখা গেল টেলিঅভিনেত্রীকে। গানে তৃণার বোল্ড লুক ও দক্ষ নাচ দর্শকদের মুগ্ধ করেছে।
গানের মিউজিক ভিডিওতে তৃণার সঙ্গে দেখা গেছে তার স্বামী নীল ভট্টাচার্যকেও। এটিই তাদের প্রথম আইটেন নম্বর।
যশকে এই ছবিতে এক পুলিশের ভূমিকায় দেখা যাবে। প্রযোজক-অভিনেতার ভাষায় বলতে হলে, “স্বভাবে নম্র হলেও মনের দিক থেকে অভিমানি। তবে শয়তানদের জন্য তিনি মেন্টাল।”