বিনোদন
মেহেন্দিকে সবার সামনে উচিত শিক্ষা দিল জগদ্ধাত্রী!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”তে কৌশিকীকে গুলি করে মারার রহস্যের তদন্ত চলছে। এই তদন্তে জগদ্ধাত্রীর সন্দেহের তালিকায় প্রথমেই রয়েছে বই দেহি মুখার্জি। কিন্তু জগদ্ধাত্রীর তদন্তে বেরিয়ে এল আরেক অপরাধীর নাম।
সে হল দেবুদা। দেবুদা কৌশিকীর ফাইল চুরি করে তার বছরের টাকা বাড়ানোর চেষ্টা করছিল। কিন্তু জগদ্ধাত্রীর সঙ্গে ধাক্কা খেয়ে সে ফাইলটা ফেলে দেয়। জগদ্ধাত্রী সেটা দেখে অন্য ফাইল রেখে দেয়।
এদিকে, রাজনাথের বর্তমান স্ত্রী বৈদেহী অভিযোগ করছেন যে রাজনাথ তাকে তার পুরনো স্ত্রীকে মনে করিয়ে দেয়। তাদের দুজনের মাঝখানে তৃতীয় ব্যক্তি হয়ে রয়েছে।
এই সব ঘটনার মধ্যে দিয়ে জগদ্ধাত্রীর তদন্ত আরও জটিল হয়ে উঠেছে। আসলে কে কৌশিকীকে গুলি করেছে, তা এখনও নিশ্চিত নয়। তবে জগদ্ধাত্রীর তদন্তের ফলে এই রহস্যের সমাধান খুব শীঘ্রই হতে পারে বলে মনে করা হচ্ছে।