পর্দায় অ্যানিমেল হলেও বাস্তবে বউয়ের সামনে ভেজা বিড়াল রণবীর! নিজমুখেই সেই কথা জানালেন অভিনেতা

অ্যানিম্যাল ছবিতে হিংস্র অর্জুন সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। রণবীরের মারকাটারি মেজাজ দেখে অনেকেই চমকে গিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানান, এমন চরিত্র তাঁকে কতটা প্রভাবিত করেছিল। তিনি বলেন, “অ্যানিম্যাল-এর শুটিংয়ের পর ওই চরিত্র হিসেবে বাড়ি গেলে আলিয়া আমাকে পেটাবে।”
রণবীর বলেন, “অর্জুন সিংয়ের চরিত্রটি খুবই জটিল। সে একজন হিংস্র মানুষ। কিন্তু তার ভিতরে একজন ভালো মানুষও আছে। এই চরিত্রটি আমাকে অনেক কিছু শিখিয়েছে। শুটিংয়ের সময় আমি নিজেকে অর্জুনের মতোই ভাবতাম। এমনকি বাড়িতে গিয়েও আমি অনেক সময় অর্জুনের মতো কথা বলতাম। আলিয়া আমার এই অবস্থা দেখে খুব বিরক্ত হতো। সে আমাকে বলতো, ‘এই চরিত্রটা থেকে বেরিয়ে আসো।’”
রণবীর আরও বলেন, “অ্যানিম্যাল আমার জন্য একটি চ্যালেঞ্জিং চরিত্র ছিল। আমি এই চরিত্রটিকে সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য অনেক পরিশ্রম করেছি। আশা করি দর্শক আমার অভিনয় পছন্দ করবেন।”